ভারতের উচ্চক্ষমতার ইলেকট্রিক মোটরসাইকেল বাজারে নিজেদের আলাদা পরিচয় তৈরি করার পর এবার আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী উপস্থিতি জানাল Ultraviolette Automotive। যুক্তরাজ্যের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল কোম্পানির জনপ্রিয় F77 সিরিজের দুই মডেল— Ultraviolette F77 Mach 2 Recon ও F77 SuperStreet। নতুন দামে, নতুন মার্কেটে এবং একই উচ্চক্ষমতার স্পেসিফিকেশন নিয়ে এন্ট্রি করল ভারতীয় কোম্পানির এই প্রিমিয়াম ই লাইন-আপ।
যুক্তরাজ্যের বাজারে Ultraviolette-এর আনুষ্ঠানিক এন্ট্রি
Ultraviolette Automotive এবার অফিসিয়ালি পা রাখল যুক্তরাজ্যের প্রিমিয়াম ইলেকট্রিক মোটরসাইকেল বাজারে। এই জন্য নেদারল্যান্ডস-ভিত্তিক MotoMondo-র সঙ্গে পার্টনারশিপ করেছে তারা। ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত Motorcycle Live ইভেন্টেই কোম্পানি লঞ্চ করেছে F77 Mach 2 Recon ও F77 SuperStreet—দুটিই টপ-স্পেক Recon ভ্যারিয়েন্ট। আন্তর্জাতিক বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করার চেষ্টাতেই এই নতুন পদক্ষেপ।
প্রদর্শনীতে একাধিক নতুন মডেল শোকেস করল কোম্পানি শুধু F77 নয়, Ultraviolette ইভেন্টে শোকেস করেছে একাধিক নতুন প্রোডাক্ট। এর মধ্যে রয়েছে X-47 Crossover, যা কিছুদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে। এছাড়াও প্রদর্শিত হয়েছে Tesseract ই-স্কুটার, Shockwave ডার্ট বাইক এবং F99 কনসেপ্ট মোটরসাইকেল। নতুন ডিজাইন ও আধুনিক প্রযুক্তির এই মডেলগুলি ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে কোম্পানির উপস্থিতি আরও বাড়াবে বলে আশা।
ভারতীয় ভার্সনের মতোই শক্তিশালী মেকানিক্যাল সেটআপ যুক্তরাজ্যে লঞ্চ হওয়া F77 Mach 2 Recon ও F77 SuperStreet—দুটিই ভারতীয় ভার্সনের মতোই শক্তিশালী মেকানিক্যাল সেটআপ নিয়ে এসেছে। বাইক দুটিতে রয়েছে 30 কিলোওয়াট পিক আউটপুট, 100 এনএম টর্ক, সর্বোচ্চ ঘণ্টায় 155 কিলোমিটার টপ স্পিড এবং 10.3 কিলোওয়াট আওয়ার ব্যাটারি। কোম্পানির দাবি, এই ব্যাটারিতে IDC রেঞ্জ মিলতে পারে সর্বোচ্চ 323 কিমি। আন্তর্জাতিক বাজারের প্রিমিয়াম সেগমেন্টে এই পারফরম্যান্স স্পেসিফিকেশন যথেষ্ট প্রতিযোগিতামূলক।
সে দেশের বাজারে কত দাম রাখা হয়েছে?
আন্তর্জাতিক দামে আরও প্রিমিয়াম লুক যুক্তরাজ্যে Ultraviolette F77 Mach 2 Recon-এর দাম রাখা হয়েছে 8,499 পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় হিসেব করলে প্রায় 9.91 লাখ টাকা। অপরদিকে F77 SuperStreet-এর দাম 8,799 পাউন্ড, যা ভারতীয় মূল্যে প্রায় 10.26 লাখ টাকা। আন্তর্জাতিক বাজারে প্রিমিয়াম ইলেকট্রিক মোটরসাইকেলের চাহিদা মাথায় রেখেই এই দামের পজিশনিং করা হয়েছে।
ইউরোপে বিস্তৃত হচ্ছে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বছরের শুরুতেই আলট্রাভায়োলেট ইউরোপের মোট 10টি দেশে প্রথম লটের 100টি মোটরসাইকেল শিপমেন্ট পাঠায়—যুক্তরাজ্য ছাড়াও ফ্রান্স, জার্মানি, আয়রল্যান্ড, অস্ট্রিয়া, ইটালি, সুইজারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডস। এগুলি রপ্তানি করা হয় কোম্পানির বেঙ্গালুরু প্ল্যান্ট থেকে সম্পূর্ণ তৈরি ইউনিট হিসেবে। ইউরোপে কার্যকর ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কও তৈরি করা হয়েছে—যেখানে MotoMondo তত্ত্বাবধান করছে UK ও Benelux অঞ্চলে, Zero Centre দেখছে জার্মানি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড ও ইটালি, আর Pink Mobility পরিচালনা করছে ফ্রান্স মার্কেট।
প্রসঙ্গত, Ultraviolette F77 সিরিজের যুক্তরাজ্যে লঞ্চ ভারতের ইলেকট্রিক মোটরসাইকেল ইন্ডাস্ট্রির আন্তর্জাতিক সাফল্যের আরেক গুরুত্বপূর্ণ ধাপ। উচ্চক্ষমতা, আধুনিক প্রযুক্তি ও প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে বিশ্ববাজারে নিজেদের জায়গা মজবুত করতে চলেছে এই ভারতীয় ইভি ব্র্যান্ড।
