ভারতের ইতিহাসে অন্যতম বড় পরোক্ষ কর সংস্কারের ঘোষণার পরই বড় আপডেট আনল টিভিএস মোটর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সেপ্টেম্বর ২২, ২০২৫ থেকে নতুন GST 2.0 টু-টায়ার সিস্টেম চালুর ঘোষণা করেছেন। এরপরই টিভিএস তাদের জনপ্রিয় TVS Ronin ২২৫ সিসি মোটরসাইকেলের নতুন ভ্যারিয়েন্ট-ভিত্তিক দাম প্রকাশ করেছে। দেখা যাচ্ছে, বাইকের দাম সর্বোচ্চ ১৪,৩৩০ টাকা পর্যন্ত কমেছে, যা ক্রেতাদের জন্য বড় স্বস্তি।
TVS Ronin: দাম আরও আকর্ষণীয়
টিভিএস রনিন এখনও তিনটি ট্রিমে পাওয়া যাবে – বেস, মিড এবং টপ। নতুন দাম অনুযায়ী বেস ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১.২৫ লাখ টাকা থেকে, যা পুরনো দামের থেকে ১১,২০০ টাকা কম। মিড ভ্যারিয়েন্টের দাম কমে দাঁড়িয়েছে ১.৪৭ লাখ টাকা, যা আগের দামের তুলনায় ১৩,২২০ টাকা সস্তা। শীর্ষ ভ্যারিয়েন্ট অর্থাৎ টপ ট্রিমের দাম এখন ১.৫৯ লাখ টাকা, যা পুরনো দামের থেকে সর্বোচ্চ ১৪,৩৩০ টাকা হ্রাস পেয়েছে।
বেস ভ্যারিয়েন্টের লাইটনিং ব্ল্যাক মডেলের দাম হয়েছে ১,২৪,৭৯০ টাকা, যা আগের ১,৩৫,৯৯০ থেকে কমেছে ১১,২০০। একইভাবে ম্যাগমা রেড মডেলের দাম দাঁড়িয়েছে ১,২৭,০৯০, যা আগের দামের থেকে ১১,৪৩০ টাকা কম। মিড ভ্যারিয়েন্টের গ্লেসিয়ার সিলভার-এর দাম কমে হয়েছে ১,৪৭,২৯০ টাকা, আর চারকোল এম্বার ভ্যারিয়েন্টের দাম দাঁড়িয়েছে ১,৪৮,৫৯০ টাকা – যথাক্রমে ১৩,২২০ ও ১৩,৪২০ টাকা হ্রাস পেয়েছে। টপ ভ্যারিয়েন্টের নিম্বাস গ্রে ও মিডনাইট ব্লু – দুই মডেলেরই দাম সমানভাবে কমে দাঁড়িয়েছে ১,৫৯,৩৯০।
ইঞ্জিন ও পারফরম্যান্স অপরিবর্তিত
দামের পরিবর্তন হলেও ইঞ্জিন ও পারফরম্যান্সের দিক থেকে Ronin অপরিবর্তিত রয়েছে। এটি এখনও ২২৫.৯ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিনে চলে, যা ২০ হর্সপাওয়ার ও ১৯.৯৩ এনএম টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে রয়েছে ৫-স্পিড গিয়ারবক্স।
ফিচার ও টেকনোলজি
বাইকটিতে রয়েছে ইউএসডি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্কস, রিয়ার মোনোশক সাসপেনশন, স্মার্টএক্সকনেক্ট অ্যাপ কানেক্টিভিটি সহ ব্লুটুথ ও টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন, সম্পূর্ণ এলইডি লাইটিং সেটআপ। উচ্চতর ভ্যারিয়েন্টগুলিতে রয়েছে ডুয়াল-চ্যানেল ABS, সামনে ৩০০ মিমি ও পেছনে ২৪০ মিমি ডিস্ক ব্রেক, পাশাপাশি এএসজি (ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর) সিস্টেম।
ডবল ক্র্যাডল স্প্লিট সিনক্রো ফ্রেমে তৈরি বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ১৪ লিটার, কার্ব ওজন ১৫৯ কেজি, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮১ মিমি। ফলে শহরের পাশাপাশি হাইওয়েতেও বাইকটি সমানভাবে স্থিতিশীল পারফরম্যান্স দিতে সক্ষম।
GST 2.0 চালুর ফলে TVS Ronin ক্রেতাদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। সর্বোচ্চ ₹১৪,৩৩০ পর্যন্ত দামের হ্রাস এন্ট্রি-লেভেল থেকে প্রিমিয়াম ভ্যারিয়েন্ট – সব ক্ষেত্রেই উপকার দেবে। যাঁরা নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই সময় হতে পারে একদম সঠিক।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
