উৎসব কাটান নতুন বাইকে ঘুরে, পুজো স্পেশাল এডিশনে লঞ্চ হল TVS Ronin

পুজোয় ক্রেতাদের মধ্যে উদ্দীপনা জাগাতে বদ্ধপরিকর কোম্পানিগুলি একের পর এক বাইক লঞ্চ করে চলেছে। বিক্রি বাড়িয়ে নিতে শেষ কামড় বসাতে আগ্রহী তারা। সেই তালিকায় এবার…

TVS-Ronin-festive-edition-launched

পুজোয় ক্রেতাদের মধ্যে উদ্দীপনা জাগাতে বদ্ধপরিকর কোম্পানিগুলি একের পর এক বাইক লঞ্চ করে চলেছে। বিক্রি বাড়িয়ে নিতে শেষ কামড় বসাতে আগ্রহী তারা। সেই তালিকায় এবার নাম লেখাল দেশের মধ্যে প্রথম সারির টু হুইলার নির্মাতা টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)। সংস্থা তাদের একটি বাইকের স্পেশাল এডিশন লঞ্চ করল। এটি হচ্ছে – TVS Ronin festive edition। এটি টপ স্পেক ভ্যারিয়েন্টের উপর ভিত্তি করে লঞ্চ করেছে। বর্তমানে এর বুকিং চলছে।

Ronin ফেস্টিভ এডিশন আপডেট হিসাবে মিডনাইট ব্লু কালার পেয়েছে। এর ফুয়েল ট্যাঙ্ক থেকে সাইড প্যানেল পর্যন্ত গ্রিন কালার স্ট্রিপ বিস্তৃত। আবার স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের সঙ্গে পার্থক্য বলতে এলইডি হেডলাইটের উপরে দেওয়া হয়েছে ব্ল্যাক-আউট ফ্লাই-স্ক্রিন। এটি সামনে থেকে আসে বাতাসের বাধা কাটাতে সহায়তা করবে।

   

ডিজাইনে পরিবর্তন ছাড়া TVS Ronin ফেস্টিভ এডিশনের কারিগরিতে কোন পরিবর্তন ঘটানো হয়নি। স্ট্যান্ডার্ড ভার্সনের ২২৫.৯ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার-অয়েল কুল্ড ইঞ্জিন সহ এসেছে বাইকটি। এটি থেকে সর্বোচ্চ ২০.১ বিএইচপি শক্তি এবং ১৯.৯৩ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সঙ্গে সংযুক্ত রয়েছে ৫-স্পিড গিয়ারবক্স।

ফ্লিপকার্ট এই 6 টু হুইলারে লোভনীয় অফার আনছে, দেখুন তালিকা

হার্ডওয়্যার হিসাবে ফেস্টিভ এডিশনের বাইকটিতে দেওয়া হয়েছে ইউএসডি ফর্ক এবং ৭-স্টেপ অ্যাডজাস্টেবল মোনোশক। এর সোনালি কালারের ফর্ক দর্শনে নতুন মাত্রা যোগ করেছে। ফিচারের মধ্যে রয়েছে অল-এলইডি লাইট, একটি ইউএসবি চার্জার এবং ব্লুটুথ কানেক্টিভিটি সহ একটি সিঙ্গেল-পড এলসিডি। এছাড়াও রয়েছে দুটি এবিএস মোড – আরবান ও রেইন। রনিনের টপ-স্পেক ভ্যারিয়েন্টে ডুয়েল-চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। যেখানে বেস ভ্যারিয়েন্টে উপস্থিত সিঙ্গেল-চ্যানেল এবিএস। TVS Ronin festive edition-এর দাম ১.৭২ লক্ষ (এক্স-শোরুম) টাকা রাখা হয়েছে।