TVS-এর পঞ্চম MotoSoul ইভেন্টে প্রথম দিনেই জমজমাট ঘোষণা। সদ্য লঞ্চ হল Ronin-এর নতুন লিমিটেড এডিশন — TVS Ronin Agonda। দক্ষিণ গোয়ার বিখ্যাত Agonda Beach থেকে অনুপ্রাণিত এই বিশেষ এডিশনটির দাম রাখা হয়েছে 1.31 লাখ (এক্স-শোরুম)। এর ফলে এটি বেস ভ্যারিয়েন্টের চেয়ে 5,300 টাকা বেশি দামি; যেখানে স্ট্যান্ডার্ড Ronin পাওয়া যায় 1.26 লাখ টাকায়।
TVS Ronin Agonda লঞ্চ হল
দেখতে এই বাইকটি আরও স্টাইলিশ ও প্রিমিয়াম। এর ফুয়েল ট্যাঙ্কে রয়েছে সাদা রঙের সঙ্গে পাঁচটি স্ট্রাইপ গ্রাফিক্স এবং বড় করে লেখা ‘Agonda’। হেডলাইট কাউলেও একই শেড ব্যবহার করা হয়েছে যাতে পুরো লুকটি একেবারে প্রিমিয়াম ফিল দেয়।
যান্ত্রিক দিক থেকে কোনো পরিবর্তন নেই। আগের মতোই ব্যবহৃত হয়েছে 225.9 সিসি সিঙ্গল-সিলিন্ডার, অয়েল-কুলড ইঞ্জিন, যা 7,750 আরপিএম-এ 20.12 বিএইচপি ক্ষমতা দেয় এবং 19.93 এনএম টর্ক দেয় 3,750 আরপিএম-এ। সঙ্গে রয়েছে স্লিপ-অ্যান্ড-অ্যাসিস্ট ক্লাচসহ 5-স্পিড গিয়ারবক্স। ফলে পারফরম্যান্স ও স্মুথ রাইডিং অভিজ্ঞতা একই রকম বজায় থাকবে।
Apache RTX 300: দুই দশকের উদযাপনে স্পেশাল এডিশন
TVS-এর জনপ্রিয় Apache সিরিজের 20 years Celebration এবার এসেছে নতুন সদস্য নিয়ে—Apache RTX 300 20th Anniversary Edition। সম্প্রতি লঞ্চ হওয়া RTX 300 এবার বিশেষ সাজে হাজির হয়েছে।
এই এডিশনের মোটরসাইকেলটিতে রয়েছে চেনা Champagne Gold ও Black দ্বৈত রঙের থিম, যা অন্য 20th Anniversary মডেলেও দেখা গেছে। ফুয়েল ট্যাঙ্কে দেওয়া হয়েছে 20-year commemorative logo, আর গোল্ড-এন্ড-ব্ল্যাক ডুয়েল-টোন অ্যালয় হুইলস বাইকটিকে আরও আলাদা করে তুলেছে। এছাড়া লিমিটেড এডিশন ব্যাজিং রয়েছে, যা এর স্পেশালিটি প্রমাণ করে।
তবে পরিবর্তন শুধু কসমেটিকেই সীমিত। ইঞ্জিন সিস্টেম একই রাখা হয়েছে। বাইকটিতে রয়েছে নতুন 299.1 cc RT-XD4 ইঞ্জিন, যা 9000 আরপিএম গতিতে 35.5 বিএইচপি শক্তি এবং 7000 আরপিএম গতিতে 28.5 এনএম টর্ক দেয়। এর সঙ্গে রয়েছে 6-স্পিড গিয়ারবক্স, বাই-ডিরেকশনাল কুইকশিফ্টার, রাইড-বাই-ওয়্যার প্রযুক্তি এবং স্লিপ ও অ্যসিস্ট ক্লাচ — যা পারফরম্যান্স ও রাইডিং কনফিডেন্স আরও বাড়ায়।
বিশেষ এডিশনের দাম এখনও ঘোষণা করা হয়নি। TVS শীঘ্রই মূল্য জানাবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, MotoSoul 2025-এর প্রথম দিনেই TVS দেখিয়ে দিল, তারা স্টাইল, হেরিটেজ এবং টেকনোলজির মেলবন্ধনে আরও এগোতে চায়। TVS Ronin Agonda-এর লিমিটেড এডিশন স্টাইলিং এবং Apache RTX 300-এর বিশেষ উদযাপনী রূপ—দুটোই বাইকপ্রেমীদের নজর কাড়বেই। ভারতে এই দুই বাইক খুব শিগগিরই রাস্তায় দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
