ভারতের ১২৫ সিসি টু হুইলারের বাজারে জাঁকজমকপূর্ণভাবে লঞ্চ হল TVS Raider Super Squad Edition। পুজোর আগে বাজার ধরতে কোম্পানি তাদের সাফল্যের শিরোপাধারী বাইক Raider-এর এই স্পেশাল এডিশন মডেলটি বাজারে এনেছে। যার এক্স-শোরুম দাম রাখা হয়েছে ৯৯,৪৬৫ টাকা। আকর্ষণের বিষয়, এই বিশেষ সংস্করণটি মার্ভেল চরিত্র ডেডপুল এবং উলভারিন-এর থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি। এতে বাইকের লুকে এসেছে আলাদা মাত্রা।
TVS Raider Super Squad Edition-এর অনন্য লুক
এই সুপার স্কোয়াড এডিশনে দেওয়া হয়েছে এক্সক্লুসিভ ডেকাল। ডেডপুল ভার্সনে থাকছে ব্ল্যাক ও রেড কালারের কম্বিনেশন, আর উলভারিন থিমে উপস্থিত লাইট ব্লু ও ব্ল্যাকের সমন্বয়। এই স্পোর্টি ও ইউনিক ডিজাইন Raider-কে তরুণ প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে।
প্রযুক্তি ও ফিচার
ফিচারের দিক থেকেও বাইকটিতে যুক্ত হয়েছে TVS iGO Assist System এবং Glide Through Traffic (GTT) Technology, যা শহরের রাস্তায় চলার অভিজ্ঞতাকে করে তুলবে আরও আরামদায়ক। Raider রেঞ্জে বর্তমানে মোট ছয়টি ভ্যারিয়েন্ট থাকছে, যেখানে নতুন সুপার স্কোয়াড এডিশনটি রাখা হয়েছে টপ-স্পেক SX ভ্যারিয়েন্টের ঠিক নিচে।
ইঞ্জিন ও হার্ডওয়্যার
নতুন TVS Raider Super Squad Edition-এর কারিগরি ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি। বাইকটি আগের মতোই একটি ১২৪.৮ সিসি ইঞ্জিনে দৌড়াবে। এই ইঞ্জিন ১১.২২ বিএইচপি পাওয়ার এবং ১১.৩ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। তবে ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর বা ISG-এর কারণে পাওয়ার মোডে টর্ক বেড়ে হয় ১১.৭৫ এনএম, যা শুধু পারফরম্যান্সই নয়, জ্বালানি অভিজ্ঞতাকেও প্রায় ১০ শতাংশ বাড়িয়ে দেবে বলে দাবি সংস্থার। ইঞ্জিনের সঙ্গে রয়েছে পাঁচ-স্পিড গিয়ারবক্স।
নতুন Hyundai Venue-এর ইন্টেরিয়র তাক লাগাবে! পুজোর মাসেই লঞ্চ
সাসপেনশনের ক্ষেত্রে সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে মোনোশক থাকছে। ব্রেকিং সিস্টেমে সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। বাইকটিতে ১৭-ইঞ্চি হুইল স্ট্যান্ডার্ড হিসেবে দেওয়া হয়েছে।
যাই হোক, ভারতীয় বাজারে নতুন TVS Raider Super Squad Edition সরাসরি প্রতিযোগিতায় নামবে Hero Xtreme 125R, Honda SP125 এবং Bajaj Pulsar N125-এর সঙ্গে। বিশেষ মার্ভেল থিম এবং আধুনিক ফিচার যুক্ত করে এই নতুন ভ্যারিয়েন্ট নিঃসন্দেহে ১২৫ সিসি সেগমেন্টে গ্রাহকদের আকর্ষণ করতে সক্ষম হবে।