পুজোর মাস মানেই ভারতীয় অটোমোবাইলের বাজারে চমকের বন্যা! এই সময় বিভিন্ন কোম্পানি তাদের নতুন টু হুইলার ও গাড়ি নিয়ে হাজির হয়। তেমনি টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) তাদের অন্যতম জনপ্রিয় কমিউটার বাইক Raider-এর নতুন ভ্যারিয়েন্ট লঞ্চের ঘোষণা করল। এটি হচ্ছে – TVS Raider iGo। দাম রাখা হয়েছে ৯৮,৩৮৯ টাকা (এক্স-শোরুম)। নতুন ভ্যারিয়েন্ট লঞ্চের পাশাপাশি ভারতে Raider-এর ১০ লক্ষ বিক্রি পার করার কথাও জানিয়েছে টিভিএস।
TVS Raider iGo Assist
TVS Raider iGo-তে উপস্থিত ‘বুস্ট মোড’, যা iGo Assist টেকনোলজির মাধ্যমে সক্রিয় হবে। এটি বিভাগের প্রথম ফিচার বলে দাবি করা হয়েছে। এর কাজ অধিক শক্তি প্রদান করা। চলার সময় এটি ০.৫৫ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। টিভিএস বলেছে, এর ফলে জ্বালানির খরচ ১০ শতাংশ বাঁচবে। বাইকটি ০-৬০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ মাত্র ৫.৮ সেকেন্ডে তুলবে।
ক্রেতা আকৃষ্ট করতে কালীপুজোর আগে লঞ্চ হল Maruti Suzuki Swift-এর Blitz Edition
টিভিএস তাদের এই বাইক নতুন নার্ডো গ্রে কালার স্কিম সহ হাজির করেছে। রেড কালারের অ্যালয় হুইলে ছুটবে বাইকটি। ফিচার হিসেবে দেওয়া হয়েছে একটি রিভার্স এলসিডি ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, ভয়েস অ্যাসিস্ট, টার্ন বাই টার্ন নেভিগেশন, কল হ্যান্ডলিং এবং নোটিফিকেশন ম্যানেজমেন্ট।
শক্তির উৎস হিসাবে TVS Raider iGo-তে উপস্থিত স্ট্যান্ডার্ড ভার্সনের ১২৪.৮ সিসি, এয়ার-অয়েল কুল্ড ইঞ্জিন। এটি থেকে ৭৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১১.২২ বিএইচপি শক্তি এবং ৬,০০০ আরপিএম গতিতে ১১.৭৫ এনএম টর্ক উৎপন্ন হয়। মোটরের সঙ্গে সংযুক্ত ৫-স্পিড গিয়ার।