TVS Raider 125 ভারতে নতুন মাইলস্টোন স্পর্শ করল, গর্বের সঙ্গে ঘোষণা সংস্থার

ভারতের বাজারে কমিউটার মোটরসাইকেলের চাহিদা বরাবর ঊর্ধ্বমুখী। আর এর সঙ্গে যদি স্টাইলের সহাবস্থান হয়, তবে তো আর কথাই নেই! টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)…

TVS Raider 125 touches new milestone

ভারতের বাজারে কমিউটার মোটরসাইকেলের চাহিদা বরাবর ঊর্ধ্বমুখী। আর এর সঙ্গে যদি স্টাইলের সহাবস্থান হয়, তবে তো আর কথাই নেই! টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) বর্তমানে তাদের Raider 125-এর জনপ্রিয়তার কাঁধে ভর করে একের পর এক মাইলস্টোন স্পর্শ করে চলেছে। সংস্থা সম্প্রতি TVS Raider 125-এর ১০ লক্ষ ইউনিট বিক্রি পার করার কথা ঘোষণা করেছে। ২০২১-এ ভারতের বাজারে প্রথম লঞ্চ করেছিল বাইকটি। ১২৫ সিসি সেগমেন্টে বর্তমানে এটি দেশের অন্যতম জনপ্রিয় টু হুইলার। চলুন এই বিপুল জনপ্রিয়তার কারণ কী, জেনে নেওয়া যাক।

TVS Raider 125 : ডিজাইন 

   

TVS Raider 125 যখন প্রথম লঞ্চ হয়েছিল, তখন এর ডিজাইনে এখনকার মতো চমক ছিল না। কিন্তু বাইকটির বর্তমান মডেলের আগ্রাসী ফ্রন্ট লুক ফুটিয়ে তোলা হয়েছে। এতে উপস্থিত এলইডি হেডল্যাম্প সহ এলইডি ডিআরএল, পেশীবহুল ফুয়েল ট্যাঙ্ক, স্প্লিট সিট সহ ট্যাঙ্ক শ্রাউড, একটি বেলি প্যান, একটি স্লিম রিয়ার সেকশন।

TVS Raider 125 : স্পেসিফিকেশন

Raider 125-এ শক্তির উৎস হিসাবে উপস্থিত একটি ১২৪.৮ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার-অয়েল কুল্ড ইঞ্জিন। এটি থেকে ৭,৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১১.২২ বিএইচপি শক্তি এবং ৬,০০০ আরপিএম গতিতে ১১.২ এনএম টর্ক উৎপন্ন হয়। মোটরের সঙ্গে সংযুক্ত ৫-স্পিড গিয়ারবক্স। ০-৬০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে বাইকটি ৫.৯ সেকেন্ড সময় নেয়।

বড় মাপের এসইউভি-র চেয়েও দামি! লঞ্চ হল নতুন ভার্সনের Triumph Tiger 1200

TVS Raider : ফিচার্স

টিভিএস মোটর কোম্পানি তাদের টু-হুইলারে একগুচ্ছ বৈশিষ্ট্য সরবরাহ করার ক্ষেত্রে তুলনাহীন। Raider 125-এর ক্ষেত্রেও আলাদা নয়। ভ্যারিয়েন্টের উপর নির্ভর করে, এটি একটি নেগেটিভ এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা একটি টিএফটি স্ক্রিন সহ এসেছে। আইজিও এবং টপ-এন্ড ভ্যারিয়েন্টটি ব্লুটুথ সংযোগের সহ বেছে নেওয়া যায়। যা কল / এসএমএস অ্যালার্ট, আবহাওয়ার আপডেট এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশন সমর্থন করে।

মোবাইল ডিভাইসগুলি চার্জ করার জন্য একটি ইউএসবি চার্জারও সরবরাহ করে টিভিএস। এমনকি একটি আন্ডার-সিট স্টোরেজ রয়েছে এতে। এছাড়াও রয়েছে হেলমেট অ্যাটেনশন ইন্ডিকেশন, সাইড স্ট্যান্ড ইন্ডিকেশন এবং কাট অফ ও সিনক্রোনাইজড ব্রেকিং সিস্টেম।

TVS Raider : দাম

TVS Raider 125-এর বর্তমান বাজারমূল্য ৮৪,৮৬৯ থেকে ১,০৩,৮৩০ টাকা (এক্স-শোরুম)।