দেবীপক্ষে চমক! Splendor-কে চাপে ফেলে লঞ্চ হল সস্তার TVS Radeon

TVS Radeon base model launch

পুজোর আগে ক্রেতাদের চমক দিতে নতুন ভ্যারিয়েন্টের বাইক লঞ্চ করে বাজারে সাড়া ফেলে দিল টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)। দেবীপক্ষে TVS Radeon-এর দাম কমানোর ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিল সংস্থা। বাইকটির নতুন বেস মডেল লঞ্চ করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে টিভিএস। বাইকটির নয়া ভ্যরিয়েন্টের দাম রাখা হয়েছে ৫৮,৮৮০ টাকা (এক্স-শোরুম)। ফলে আগের তুলনায় এটি এখন ২,৫২৫ টাকা কমেই কেনা যাবে। 

Advertisements

TVS Radeon বেস ভ্যারিয়েন্ট

নতুন বেস মডেল লঞ্চের ফলে এখন Radeon তিনটি ভ্যরিয়েন্টে বেছে নেওয়া যাবে – বেস, ডিজি ড্রাম ও ডিজি ডিস্ক। নতুন ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে অল-ব্ল্যাক পেইন্ট স্কিম। এছাড়া রয়েছে ব্রোঞ্জ ইঞ্জিন কভার। ফুয়েল ট্যাঙ্ক ও সাইড প্যানেলে TVS ও Radeon-এর ব্যাজ রয়েছে। বাইকটির বাকি অংশে কোন বদল ঘটানো হয়নি। আগের মতোই এটি সাতটি কালার অপশনে বেছে নেওয়া যাবে।

TVS Radeon স্পেসিফিকেশন

Advertisements

TVS Radeon-এ শক্তির উৎস হিসাবে রয়েছে একটি ১০৯.৭ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার-কুল্ড ইঞ্জিন। এটি থেকে ৭৩৫০ আরপিএম গতিতে ৮.০৮ বিএইচপি শক্তি এবং ৪৫০০ আরপিএম গতিতে ৮.৭ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরকে যোগ্য সঙ্গেত দিতে উপস্থিত ৪-স্পিড গিয়ারবক্স। হার্ডওয়্যার বৈশিষ্ট্য হিসাবে দেওয়া হয়েছে একটি সিঙ্গেল ক্র্যাডেল ফ্রেম, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন রিয়ার শক। 

এবার গাড়ির গিয়ার বাইকে, KTM-এর হাত ধরেই আসছে নবজাগরণ

TVS Radeon-এ উপস্থিত একটি ১০ লিটার ফুয়েল ট্যাঙ্ক। এর কার্ব ওয়েট ১১৩ কেজি (ড্রাম) ও ১৮০ কেজি (ডিস্ক)। ব্রেকিংয়ের জন্য দেওয়া হয়েছে ১৩০ মিমি ফ্রন্ট ড্রাম ও ২৪০ মিমি ডিস্ক ব্রেক। আবার পেছনে ড্রাম ব্রেকের সঙ্গেও বেছে নেওয়া যাবে এই বাইক। ১৮ ইঞ্চি অ্যালয় হুইলে ছোটে এটি। কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, এলসিডি স্ক্রিন ও ইউএসবি চার্জিং পোর্ট সহ এসেছে এই বাইক। বাজারে এই বাইকের প্রতিপক্ষ হিসাবে রয়েছে Honda CD 110 Dream DX, Hero Splendor Plus, Bajaj Platina ইত্যাদি।