দেবীপক্ষে চমক! Splendor-কে চাপে ফেলে লঞ্চ হল সস্তার TVS Radeon

পুজোর আগে ক্রেতাদের চমক দিতে নতুন ভ্যারিয়েন্টের বাইক লঞ্চ করে বাজারে সাড়া ফেলে দিল টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)। দেবীপক্ষে TVS Radeon-এর দাম কমানোর…

TVS Radeon base model launch

পুজোর আগে ক্রেতাদের চমক দিতে নতুন ভ্যারিয়েন্টের বাইক লঞ্চ করে বাজারে সাড়া ফেলে দিল টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)। দেবীপক্ষে TVS Radeon-এর দাম কমানোর ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিল সংস্থা। বাইকটির নতুন বেস মডেল লঞ্চ করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে টিভিএস। বাইকটির নয়া ভ্যরিয়েন্টের দাম রাখা হয়েছে ৫৮,৮৮০ টাকা (এক্স-শোরুম)। ফলে আগের তুলনায় এটি এখন ২,৫২৫ টাকা কমেই কেনা যাবে। 

TVS Radeon বেস ভ্যারিয়েন্ট

   

নতুন বেস মডেল লঞ্চের ফলে এখন Radeon তিনটি ভ্যরিয়েন্টে বেছে নেওয়া যাবে – বেস, ডিজি ড্রাম ও ডিজি ডিস্ক। নতুন ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে অল-ব্ল্যাক পেইন্ট স্কিম। এছাড়া রয়েছে ব্রোঞ্জ ইঞ্জিন কভার। ফুয়েল ট্যাঙ্ক ও সাইড প্যানেলে TVS ও Radeon-এর ব্যাজ রয়েছে। বাইকটির বাকি অংশে কোন বদল ঘটানো হয়নি। আগের মতোই এটি সাতটি কালার অপশনে বেছে নেওয়া যাবে।

TVS Radeon স্পেসিফিকেশন

TVS Radeon-এ শক্তির উৎস হিসাবে রয়েছে একটি ১০৯.৭ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার-কুল্ড ইঞ্জিন। এটি থেকে ৭৩৫০ আরপিএম গতিতে ৮.০৮ বিএইচপি শক্তি এবং ৪৫০০ আরপিএম গতিতে ৮.৭ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরকে যোগ্য সঙ্গেত দিতে উপস্থিত ৪-স্পিড গিয়ারবক্স। হার্ডওয়্যার বৈশিষ্ট্য হিসাবে দেওয়া হয়েছে একটি সিঙ্গেল ক্র্যাডেল ফ্রেম, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন রিয়ার শক। 

এবার গাড়ির গিয়ার বাইকে, KTM-এর হাত ধরেই আসছে নবজাগরণ

TVS Radeon-এ উপস্থিত একটি ১০ লিটার ফুয়েল ট্যাঙ্ক। এর কার্ব ওয়েট ১১৩ কেজি (ড্রাম) ও ১৮০ কেজি (ডিস্ক)। ব্রেকিংয়ের জন্য দেওয়া হয়েছে ১৩০ মিমি ফ্রন্ট ড্রাম ও ২৪০ মিমি ডিস্ক ব্রেক। আবার পেছনে ড্রাম ব্রেকের সঙ্গেও বেছে নেওয়া যাবে এই বাইক। ১৮ ইঞ্চি অ্যালয় হুইলে ছোটে এটি। কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, এলসিডি স্ক্রিন ও ইউএসবি চার্জিং পোর্ট সহ এসেছে এই বাইক। বাজারে এই বাইকের প্রতিপক্ষ হিসাবে রয়েছে Honda CD 110 Dream DX, Hero Splendor Plus, Bajaj Platina ইত্যাদি।