TVS এই জনপ্রিয় টু হুইলার ইলেকট্রিক অবতারে আনছে, লঞ্চ কবে দেখুন

TVS-e-Bike is coming

টিভিএস (TVS) ভারতে তাদের ইলেকট্রিক টু হুইলারের পোর্টফোলিও সম্প্রসারণে জোর দেওয়ার পরিকল্পনা করছে। বর্তমানে বাজারে সংস্থার একটিমাত্র ইভি মডেল iQube রয়েছে। এবারে সেই সংখ্যা বাড়ানোয় মনোনিবেশ করেছে টিভিএস। ২০২৫-এর মার্চের মধ্যেই নতুন একটি বৈদ্যতিক মডেল বাজারে আনতে চাইছে সংস্থা। টিভিএস-এর বিনিয়োগকারীদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

Advertisements

এই মুহূর্তে টিভিএস (TVS) ভারতে কেবল iQube ইলেকট্রিক স্কুটারের একাধিক ভ্যারিয়েন্ট বিক্রি করে। ইতিমধ্যেই মডেলটি এদেশে সাফল্যের মুখ দেখেছে। সম্প্রতি TVS X নামের একটি স্পোর্টস ভার্সনের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে সংস্থা। এর ফলে আরও বেশি সংখ্যক ক্রেতাকে আকৃষ্ট করতে সক্ষম হবে বলেই মনে করা হচ্ছে। 

রাস্তা খারাপ হলেও এবার ‘নো পরোয়া’, Royal Enfield Hunter 350 দুর্দান্ত আপডেট পেতে চলেছে

সূত্রের খবর, হোসুরের সংস্থাটি বর্তমানে একাধিক রেঞ্জের ইলেকট্রিক স্কুটারের উপর কাজ চালাচ্ছে। এমনকি একটি ইলেকট্রিক মোটরসাইকেলের উন্নয়েনেও হাত লাগানো হয়েছে বলে খবর। জানা গিয়েছে, এগুলির প্রতিটিই সাশ্রয়ী মূল্যে বাজারে আনা হবে। আসন্ন মডেলগুলির মধ্যে একটি Jupiter-এর ইলেকট্রিক ভার্সন অথবা সংস্থার জনপ্রিয় মোপেড XL electric হতে পারে। 

Advertisements

লঞ্চের আগেই KTM 390 Adventure সিরিজ বাইকের বিশদ বৈশিষ্ট্য ফাঁস হল, দেখে নিন

তবে এগুলি B2B বা বিজনেস টু বিজনেস সেগমেন্টে আনা হবে। অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহারের জন্যই আনা হচ্ছে। ইতিমধ্যেই টিভিএস (TVS) এদেশে দুটি নামের জন্য ট্রেডমার্ক দায়ের করেছে। যথা – XL EV এবং E-XL। টিভিএস তাদের এই মডেলটি আসন্ন ২০২৫ ভারত এক্সপো শো-তে উন্মোচিত করতে পারে। লঞ্চ হবে মার্চ, ২০২৫-এ।