ভারতে টিভিএস অ্যাপাচি (Electric Apache) সিরিজের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। সম্প্রতি ২০ বছর পূর্তি উপলক্ষে টিভিএস অ্যাপাচি RTR 160, RTR 180, RTR 200 4V, RTR 310 এবং RR 310-এর স্পেশাল এডিশন লঞ্চ করেছে কোম্পানি। এরই মধ্যে বাজারে জোর গুঞ্জন উঠেছে টিভিএস কি এবার ইলেকট্রিক অ্যাপাচি আনতে চলেছে? কারণ কিছুদিন আগে টিভিএসের একটি ইলেকট্রিক মোটরসাইকেলের পেটেন্ট ছবি ফাঁস হয়েছিল, যা নিয়ে উত্সাহ বেড়েছে বাইকপ্রেমীদের মধ্যে।
গ্রাহক চাহিদাই নির্ধারণ করবে ইলেকট্রিক TVS Apache-র ভবিষ্যৎ
টিভিএস মোটর কোম্পানির প্রিমিয়াম বিজনেস ও মার্কেটিং হেড বিমল সাম্বলি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, গ্রাহকের চাহিদা থাকলে টিভিএস অবশ্যই ইলেকট্রিক অ্যাপাচি বাজারে আনবে। তবে এই মুহূর্তে প্রকল্পের উন্নয়ন বা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে তিনি কিছুই খোলসা করেননি। অর্থাৎ, টিভিএস এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছয়নি, কিন্তু সম্ভাবনাকে উড়িয়েও দিচ্ছে না।
বিমল সাম্বলির মতে, টিভিএস দেশের প্রথম কোম্পানি হিসেবে ইলেকট্রিক রেসিং চালু করেছে TVS Apache E-Racing এর হাত ধরে। এই উদ্যোগ স্পষ্ট করে দেয় যে কোম্পানি ইতিমধ্যেই অ্যাপাচি সিরিজকে ইলেকট্রিক মোবিলিটির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রাথমিক পদক্ষেপ নিয়েছে। ফলে ভবিষ্যতে ইলেকট্রিক অ্যাপাচি লঞ্চ হওয়া মোটেই অসম্ভব নয়।
বড় ইঞ্জিনের অ্যাপাচি এখনই আসছে না
বর্তমানে টিভিএস অ্যাপাচি (Electric Apache) সিরিজে ১৬০ সিসি থেকে ৩১০ সিসি পর্যন্ত বিভিন্ন মডেল বিক্রি হচ্ছে। বাজারে এখন বড় ইঞ্জিনের প্রিমিয়াম বাইকের চাহিদা বাড়লেও টিভিএস স্পষ্ট জানিয়েছে যে, আপাতত ৩১০ সিসির বেশি ইঞ্জিনযুক্ত অ্যাপাচি আনার কোনো পরিকল্পনা নেই। এর প্রধান কারণ হলো, সরকারের নতুন জিএসটি ২.০ নিয়ম অনুযায়ী ৩৫০ সিসির বেশি ইঞ্জিনের মোটরসাইকেলে বেশি কর আরোপ করা হয়েছে। তাই টিভিএস মনে করছে ৩৫০ সিসির নিচের বাইকগুলোই ক্রেতাদের কাছে বেশি আকর্ষণীয় হবে।
সবশেষে বলা যায়, টিভিএস (Electric Apache) ইতিমধ্যেই ইলেকট্রিক রেসিংয়ের মাধ্যমে একটি দিকনির্দেশক পদক্ষেপ নিয়েছে। তবে ইলেকট্রিক অ্যাপাচি আসবে কি না, তা পুরোপুরি নির্ভর করছে গ্রাহকদের চাহিদার উপর। ভারতীয় দুই চাকার বাজারে ইলেকট্রিক ভেহিকলের জনপ্রিয়তা যত বাড়বে, ইলেকট্রিক অ্যাপাচির সম্ভাবনাও ততই দৃঢ় হবে। এখন দেখার বিষয়, অ্যাপাচি-প্রেমীরা এই নতুন যুগের বাইকের জন্য কতটা প্রস্তুত।