টিভিএস মোটর কোম্পানি তাদের জনপ্রিয় স্কুটার সিরিজে একেবারে নতুন সংযোজন আনতে চলেছে। কোম্পানি ঘোষণা করেছে যে আগামী ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ভারতে লঞ্চ হবে তাদের প্রথম ১৬০ সিসি স্কুটার – TVS Ntorq 160। এটি হবে জনপ্রিয় Ntorq 125-এর থেকে এক ধাপ এগিয়ে থাকা মডেল, যা ডিজাইন ও ফিচারের দিক থেকেও আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
TVS Ntorq 160: নতুন ডিজাইন ও লুক
লঞ্চের আগে কোম্পানি ইতিমধ্যেই কয়েকটি টিজার প্রকাশ করেছে। সাম্প্রতিক এক টিজারে দেখা গিয়েছে স্কুটারের সামনের অংশ, যেখানে রয়েছে একেবারে নতুন কোয়াড-এলইডি প্রোজেক্টর হেডল্যাম্প এবং ব্র্যান্ডের স্বাক্ষর বহনকারী টি-আকৃতির LED DRL। এগুলি স্কুটারকে আরও স্পোর্টি ও আগ্রাসী লুক দিয়েছে।
ইঞ্জিন ও পারফরম্যান্স
এবারের মডেলটি একটি ১৬০ সিসি ইঞ্জিনে চালিত হবে বলে নিশ্চিত হওয়া গিয়েছে। যদিও এটি সম্পূর্ণ নতুন ইউনিট নাকি Ntorq 125-এর ইঞ্জিনের আপগ্রেডেড ভার্সন – তা এখনও স্পষ্ট নয়। যেহেতু এটি হবে টিভিএস-এর স্কুটার লাইনআপের টপ-এন্ড মডেল, তাই পারফরম্যান্সের ক্ষেত্রেও উল্লেখযোগ্য উন্নতি দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।
ফিচার ও টেকনোলজি
টিভিএস সবসময় তাদের স্কুটারে আধুনিক ফিচার যোগ করার জন্য পরিচিত। তাই নতুন Ntorq 160-তেও থাকবে নানা অত্যাধুনিক ফিচার। এর মধ্যে অন্যতম হতে পারে সম্পূর্ণ ডিজিটাল TFT ডিসপ্লে, যা স্মার্টফোন কানেক্টিভিটি সাপোর্ট করবে SmartXonnect প্ল্যাটফর্ম-এর মাধ্যমে। ব্যবহারকারীরা পাবেন ন্যাভিগেশন, কল অ্যালার্টসহ নানা স্মার্ট ফিচার। ফলে এটি শুধু একটি স্কুটার নয়, বরং হয়ে উঠবে এক ধরনের স্মার্ট মোবিলিটি সল্যুশন।
বাজারে আসার পর TVS Ntorq 160 সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে Yamaha Aerox 155 এবং Hero Xoom 160-এর সঙ্গে। তাই আসন্ন মডেলটি ম্যাক্সি স্কুটারের নক্সা পেতে পারে বলেও অনুমান। এই সেগমেন্টে বর্তমানে খুব বেশি মডেল নেই, ফলে নতুন স্কুটারটি গ্রাহকদের কাছে একটি শক্তিশালী বিকল্প হয়ে উঠবে।
সব মিলিয়ে, টিভিএস তাদের সবচেয়ে শক্তিশালী ও ফিচার-প্যাকড স্কুটার হিসেবে TVS Ntorq 160-কে বাজারে আনছে। দাম ও পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন লঞ্চের দিন প্রকাশ করা হবে। তবে এতদিনে যা প্রকাশ্যে এসেছে, তা থেকে বোঝাই যাচ্ছে, এই স্কুটারটি ভারতের যুব সম্প্রদায় এবং প্রিমিয়াম স্কুটার-প্রেমীদের কাছে যথেষ্ট আকর্ষণীয় হতে চলেছে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
