ভারতের জনপ্রিয় টু-হুইলার ব্র্যান্ড TVS Motor Company তাদের নতুন ফ্ল্যাগশিপ আইসিই স্কুটার TVS Ntorq 150 লঞ্চ করল। এটি মূলত জনপ্রিয় Ntorq 125-এর সাফল্যের পর আরও এক ধাপ এগিয়ে আসা মডেল। এর এক্স-শোরুম দাম রাখা হয়েছে ১.১৯ লক্ষ টাকা, আর টপ-স্পেক ভ্যারিয়েন্টের দাম ₹১.২৯ লক্ষ। এই স্কুটার এখন সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে Hero Xoom 160, Yamaha Aerox 155 এবং Aprilia SR 160-এর সঙ্গে।
TVS Ntorq 150: ভ্যারিয়েন্ট ও কালার অপশন
নতুন Ntorq 150 দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টটি আসছে স্টিল্থ সিলভার, রেসিং রেড এবং টার্বো ব্লু রঙে। অন্যদিকে, উন্নত TFT ক্লাস্টার সহ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে নাইট্রো গ্রিন, রেসিং রেড এবং টার্বো ব্লু রঙে। প্রতিটি ভ্যারিয়েন্টই তরুণ গ্রাহকদের নজরে রাখে ডিজাইন ও টেকনোলজির দিক থেকে।
ডিজাইন ও ফিচার
Ntorq 150-এর ডিজাইন অনুপ্রাণিত স্টেলথ এয়ারক্রাফট থেকে। এতে রয়েছে ফ্রন্ট-ফরোয়ার্ড স্ট্যান্স, জেট-ইনস্পায়ার্ড ভেন্টস, ইন্টিগ্রেটেড উইংলেটস এবং মোটরসাইকেল স্টাইলের হ্যান্ডেলবার, যা রাইড কন্ট্রোল আরও উন্নত করে। সামনের অংশে দেওয়া হয়েছে প্রজেক্টর হেডল্যাম্প, পেছনে রয়েছে টি-আকৃতির LED টেলল্যাম্প, আর রাইডিংয়ে ব্যবহৃত হয়েছে কালারড অ্যালয় হুইলস। এছাড়াও স্কুটারটিতে রয়েছে অ্যাডজাস্টেবল ব্রেক লিভার এবং স্পোর্টি সাইলেন্সার, যা আলাদা এক্সহস্ট নোট তৈরি করে।
TVS Ntorq 150-এর অন্যতম আকর্ষণ এর উন্নত TFT ক্লাস্টার, যা সংযুক্ত করা হয়েছে SmartXonnect প্রযুক্তির সঙ্গে। এর মাধ্যমে রাইডাররা ৫০-এরও বেশি কানেক্টেড ফিচার ব্যবহার করতে পারবেন। এর মধ্যে রয়েছে টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন, লাইভ ভেহিকেল ট্র্যাকিং, লাস্ট পার্কড লোকেশন, কল ও মেসেজ অ্যালার্ট, ওভার-দ্য-এয়ার (OTA) আপডেট ইত্যাদি। শুধু তাই নয়, স্কুটারটি Alexa ও স্মার্টওয়াচ ইন্টিগ্রেশন সাপোর্ট করে, যা কন্ট্রোল করা যায় ৪-ওয়ে সুইচগিয়ার দিয়ে।
নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে ABS, ট্র্যাকশন কন্ট্রোল, হ্যাজার্ড ল্যাম্প, ক্র্যাশ ও থেফট অ্যালার্ট এবং এমার্জেন্সি ব্রেক ওয়ার্নিং। এসব ফিচার এটিকে শুধু দ্রুতগামী নয়, বরং আরও সুরক্ষিতও করেছে।
ইঞ্জিন ও পারফরম্যান্স
পারফরম্যান্সের দিক থেকেও Ntorq 150 অন্যদের থেকে আলাদা। এতে ব্যবহার করা হয়েছে ১৪৯.৭ সিসি এয়ার-কুল্ড O3CTech ইঞ্জিন, যা ৭,০০০ আরপিএম-এ সর্বোচ্চ ১৩ বিএইচপি পাওয়ার এবং ৫,৫০০ আরপিএম-এ ১৪.২ এনএম টর্ক উৎপন্ন করে। স্কুটারটিতে রয়েছে দুটি রাইডিং মোড – Street ও Race। এছাড়াও সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক সহ স্পোর্ট-টিউনড সাসপেনশন ব্যবহার করা হয়েছে।
2025 Maruti Suzuki Ertiga নতুন ফিচার ও ডিজাইনে লঞ্চ হল, এখন আরও আকর্ষণীয়
এর ক্লেইম করা ০–৬০ কিমি/ঘণ্টা গতি তুলতে সময় লাগে মাত্র ৬.৩ সেকেন্ড, এবং সর্বোচ্চ গতি ধরা হয়েছে ১০৪ কিমি/ঘণ্টা। ফলে এটিকে বলা হচ্ছে ভারতের দ্রুততম আইসিই স্কুটার।
প্রসঙ্গত, TVS Ntorq 150 শুধু ডিজাইন বা ফিচারের জন্য নয়, বরং পারফরম্যান্স ও সুরক্ষার জন্যও এক ধাপ এগিয়ে। কানেক্টিভিটি ফিচার, TFT স্ক্রিন, ট্র্যাকশন কন্ট্রোল এবং স্মার্ট ডিজাইন এটিকে প্রতিদ্বন্দ্বীদের সামনে আলাদা জায়গায় দেবে। উৎসবের মরসুমে এই নতুন লঞ্চ নিঃসন্দেহে স্কুটারপ্রেমীদের জন্য বড়সড় আকর্ষণ হয়ে উঠবে।