স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল TVS, মাত্র 1,000 জনই কিনতে পারবেন

আজ মাঝরাত থেকে সমগ্র ভারতে জাঁকজমকপূর্ণভাবে স্বাধীনতা দিবস পালিত হতে চলেছে। বীর শহীদদের আত্মবলিদানের কাহিনী সকলের মুখে মুখে শোনা যাবে। এহেন মুহূর্তে ৭৮তম স্বাধীনতা উদযাপনের…

TVS iQube-Celebration-Edition

আজ মাঝরাত থেকে সমগ্র ভারতে জাঁকজমকপূর্ণভাবে স্বাধীনতা দিবস পালিত হতে চলেছে। বীর শহীদদের আত্মবলিদানের কাহিনী সকলের মুখে মুখে শোনা যাবে। এহেন মুহূর্তে ৭৮তম স্বাধীনতা উদযাপনের অংশ হিসেবে নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চের কথা ঘোষণা করল টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)। এটি হচ্ছে – টিভিএস আইকিউব সেলিব্রেশন এডিশন (TVS iQube Celebration Edition)। এর দাম রাখা হয়েছে ১.২০ লাখ টাকা (এক্স-শোরুম)। এতে রয়েছে একটি ৩.৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি।

এদিকে সেলিব্রেশন এডিশনটি আবার S ভ্যারিয়েন্টেও আনা হয়েছে। TVS iQube S-এর মূল্য ১.২৯ লাখ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। সংস্থা জানিয়েছে, নতুন লঞ্চ হওয়া স্কুটার দুটির মাত্র ১,০০০টি মডেল তৈরি করা হবে। আগামীকাল অর্থাৎ ১৫ অগস্ট থেকে এর বুকিং চালু হচ্ছে। শীঘ্রই ডেলিভারিও আরম্ভ হবে।

   

TVS iQube Celebration Edition লঞ্চ হল

টিভিএস (TVS) আইকিউব সেলিব্রেশন এডিশন-এ দেওয়া হয়েছে স্পেশাল ডুয়েল টোন কালার স্কিম। এটি কপার ব্রাউন ও ব্ল্যাক কালারে ফিনিশিং দেওয়া হয়েছে। এর সঙ্গে রয়েছে বোল্ড ডেকাল এবং স্পেশাল এডিশন ব্যাজিং। ফ্রন্ট অ্যাপ্রনে লেখা #CelebrationEdition।

বেশি মাইলেজ দিয়ে পুষিয়ে দেবে, একেবারে সস্তার এই 5 বাইক না দেখলে মিস করবেন

পেইন্ট স্কিমে পরিবর্তন ছাড়া টিভিএস আইকিউব সেলিব্রেশন এডিশন-এ কোন পরিবর্তন ঘটানো হয়নি। এতে উপস্থিত একটি ৩ কিলোওয়াট ইলেকট্রিক মোটর, যার আউটপুট ৪.৪ কিলোওয়াট বা ৫.৯ বিএইচপি। iQube ৩.৪ কিলোওয়াট ও iQube S, উভয় ভ্যারিয়েন্টে থেকে প্রতি ঘণ্টায় ৭৮ কিলোমিটার টপ-স্পিড মিলবে। এর রেঞ্জ ১০০ কিলোমিটার বলে দাবি করা হয়েছে। এর সঙ্গে রয়েছে একটি ৬৫০ ওয়াট ক্ষমতার চার্জার, যার দ্বারা ০-১০০% চার্জ ৪ ঘণ্টায় হয়ে যাবে বলে দাবি করা হয়েছে। বাজারে TVS iQube-এর প্রতিপক্ষ হিসেবে আছে Ather Rizta, Vida V1, Ola S1 Pro, Bajaj Chetak ও Ampere Nexus।