নতুন TVS Jupiter নাকি Honda Activa? কোন স্কুটি আপনার জন্য উপযুক্ত দেখুন

সদ্য ভারতের বাজারে লঞ্চ হয়েছে নতুন প্রজন্মের টিভিএস জুপিটার ১১০ (TVS Jupiter 110)। এটি দেশের অন্যতম জনপ্রিয় একটি স্কুটার। আবার সর্বাধিক বিক্রিত মডেল Honda Activa-র…

honda-activa-vs-tvs-jupiter

সদ্য ভারতের বাজারে লঞ্চ হয়েছে নতুন প্রজন্মের টিভিএস জুপিটার ১১০ (TVS Jupiter 110)। এটি দেশের অন্যতম জনপ্রিয় একটি স্কুটার। আবার সর্বাধিক বিক্রিত মডেল Honda Activa-র সঙ্গে জোরদার টক্কর চলে মডেলটির। উল্লেখ্য, ২০২০-তে বাজারে লঞ্চ হয়েছিল Activa 6G। আবার ২০২৩-এ এটি H-Smart টেকনোলজি সহ হাজির হয়েছিল। এদিকে নতুন জুপিটারে দেওয়া হয়েছে iGO অ্যাসিস্ট। যা স্কুটারটিকে বেশি মাইলেজ পেতে সহায়তা করবে। এই প্রতিবেদনে দুই প্রধান প্রতিপক্ষ স্কুটির তুলস্বরূপ আলোচনা করা হল।

2024 TVS Jupiter vs Honda Activa: ইঞ্জিন ও পারফরম্যান্স

   

নতুন লঞ্চ হওয়া টিভিএস জুপিটার ১১০-এর ইঞ্জিনে আপডেট দেওয়া হয়েছে। এখন এটি একটি ১১৩.৩ সিসি এয়ার-কুল্ড, ফুয়েল ইঞ্জেকশন মোটরে ছুটবে। যেখানে আগে ছিল ১০৯ সিসি পাওয়ারট্রেন। এটি থেকে ৫,০০০ আরপিএম গতিতে সর্বাধিক ৭.৯১ বিএইচপি শক্তি এবং ৫,০০০ আরপিএম গতিতে ৯.৮ এনএম টর্ক উৎপন্ন হবে। আবার ‘অ্যাসিস্ট’ ছাড়া পাওয়া যাবে ৯.২ এনএম টর্ক। দাবি করা হয়েছে, এটি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৮২ কিমি স্পিড তুলতে সক্ষম। 

অন্যদিকে Honda Activa-তে উপস্থিত একটি ১১০ সিসি, ফুয়েল-ইঞ্জেক্টেড ইঞ্জিন। এটির আউটপুট ৭.৭ বিএইচপি শক্তি এবং ৮.৯ এনএম টর্ক। উভয় স্কুটারের ওজন প্রায় ১০৫ কেজি। তবে জুপিটারের পাওয়ার-টু-ওয়েট অনুপাত অধিক উন্নত। 

ইলেকট্রিক গাড়ি নিয়ে বিরাট ঘোষণা মারুতির, নতুন বছরের শুরুতেই থাকছে চমক

2024 TVS Jupiter vs Honda Activa: ফিচার্স

টিভিএস জুপিটার ১১০ এখন একটি নতুন ডিজিটাল ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, ডিসট্যান্স-টু এম্পটি ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড কাট অফ, অটো স্টার্ট-স্টপ, দুটি হেলমেটের জন্য পর্যাপ্ত আন্ডার সিট স্টোরেজ এবং স্বয়ংক্রিয় টার্ন সিগন্যাল নিষ্ক্রিয়করণ পেয়েছে। এছাড়া রয়েছে এলইডি লাইটিং, টিভিএস স্মার্টকানেক্ট নেভিগেশন, ফাইন্ড মাই স্কুটার, রিয়েলটাইম মাইলেজ, ভয়েস অ্যাসিস্ট ইত্যাদি। 

অন্যদিকে বাজারচলতি অ্যাক্টিভা-তে উপস্থিত H-Smart ভ্যারিয়েন্টে একটি স্মার্ট-কি, কিলেস এন্ট্রি, এলইডি হেড লাইট। এদিকে এর সিটের নীচে একটিই হেলমেট রাখার ব্যবস্থা রয়েছে। স্কুটারটি এখনও পর্যন্ত ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার আপডেট পায়নি। 

2024 TVS Jupiter vs Honda Activa: মাইলেজ

টিভিএস জুপিটার ১১০-এর আগের মডেলটি এক লিটার পেট্রোলে ৫০ কিলোমিটার পথ চলতে পারত। তবে এখন ইলেকট্রিক অ্যাসিস্ট যোগ হওয়ায় মাইলেজ ১০ শতাংশ বেড়েছে বলে দাবি সংস্থার। যাই হোক, Honda Activa এক লিটার জ্বালানিতে ৫০ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম। 

2024 TVS Jupiter vs Honda Activa: দাম

২০২৪ টিভিএস জুপিটার ১১০-এর দাম ৭৩,৭০০ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। যেখানে হোণ্ডা অ্যাক্টিভা কিনতে খরচ পড়ে ৭৬,৬৮৪ টাকা। আবার এর H-Smart ভ্যারিয়েন্টের মূল্য ৮২,৬৮৪ টাকা (এক্স-শোরুম)। 

জানিয়ে রাখি, জুপিটার ১১০- এর নয়া সংস্করণ সামনে ও পেছনে ১২ ইঞ্চি হুইল সহ এসেছে। আবার সামনে উপস্থিত ডিস্ক ব্রেক। অন্যদিকে অ্যাক্টিভা-র সামনে রয়েছে ১২ ইঞ্চি ও পেছনে ১০ ইঞ্চি হুইল। এতে ডিস্ক ব্রেক অপশন নেই।