লঞ্চ হল TVS Jupiter Stardust Black স্পেশাল এডিশন, সাধ্যের দামে পাবেন জমকালো লুক

ভারতের জনপ্রিয় টু-হুইলার নির্মাতা TVS Motor Company তাদের বহুল বিক্রিত স্কুটার Jupiter-এর নতুন স্পেশাল এডিশন স্টারডাস্ট ব্ল্যাক (TVS Jupiter Stardust Black) লঞ্চ করেছে। এর এক্স-শোরুম…

TVS Jupiter Stardust Black Special Edition Launched

ভারতের জনপ্রিয় টু-হুইলার নির্মাতা TVS Motor Company তাদের বহুল বিক্রিত স্কুটার Jupiter-এর নতুন স্পেশাল এডিশন স্টারডাস্ট ব্ল্যাক (TVS Jupiter Stardust Black) লঞ্চ করেছে। এর এক্স-শোরুম দাম (দিল্লি) রাখা হয়েছে ৯৩,০৩১ টাকা। এটি বর্তমানে Jupiter সিরিজের সবচেয়ে দামী মডেল। এই নতুন এডিশনটি Disc SXC ভ্যারিয়েন্টের উপরে স্থান পেয়েছে। ফলে এটি প্রিমিয়াম স্কুটার হিসেবে বাজারে আসছে।

নতুন TVS Jupiter Stardust Black স্কুটারে কোনও যান্ত্রিক পরিবর্তন না থাকলেও এর সবচেয়ে বড় আপডেট এসেছে ভিজ্যুয়াল দিক থেকে। সম্পূর্ণ অল-ব্ল্যাক পেইন্ট স্কিম স্কুটারটিকে দিয়েছে স্টেলথি ও প্রিমিয়াম লুক। এক্সহস্ট হিট শিল্ডে ক্রোম ফিনিশ দেওয়া হয়েছে যা কালো বডির সঙ্গে সুন্দর কনট্রাস্ট তৈরি করে। স্কুটারের ব্যাজ এবং TVS লোগোতে ব্রোঞ্জ ফিনিশ দেওয়া হয়েছে, যা এটিকে আরও আলাদা ও এক্সক্লুসিভ লুক প্রদান করছে।

   

TVS Jupiter Stardust Black: ফিচার ও কমফোর্ট

Disc SXC ভ্যারিয়েন্টের মতোই এই স্পেশাল এডিশনেও কিক-স্টার্ট অপশন নেই। তবে গ্রাহকেরা চাইলে ডিলারশিপ লেভেলে এটি এক্সেসরিজ হিসেবে লাগাতে পারবেন। স্কুটারে CVT অটোমেটিক গিয়ারবক্স থাকছে যা শহুরে ট্রাফিকে চালানোকে করবে আরও আরামদায়ক।

ইঞ্জিন ও পারফরম্যান্স

জুপিটার স্টাডাস্ট ব্ল্যাক-এর ইঞ্জিনে কোনও পরিবর্তন করা হয়নি। এটি আগের মতোই ১১৩.৩ সিসি এয়ার-কুল্ড ইঞ্জিনে আসছে, যা থেকে পাওয়া যায় ৭.৯১ বিএইচপি পাওয়ার এবং ৯.৮০ এনএম টর্ক। স্কুটারের ইঞ্জিন এবং ট্রান্সমিশন সিস্টেম একসঙ্গে মিলে মসৃণ ও কার্যকরী পারফরম্যান্স দেয়, যা দৈনন্দিন যাতায়াতের জন্য যথেষ্ট উপযোগী।

Advertisements

উৎসবের মরসুমে ঝড় তুলল Oben Electric, গ্রাহকরা পাবেন ৩৫,০০০ টাকার সুবিধা

টিভিএস এই নতুন ভ্যারিয়েন্টের মাধ্যমে Jupiter স্কুটারকে প্রিমিয়াম সেগমেন্টে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করতে চাইছে। যারা স্টাইল ও পারফরম্যান্সের কম্বিনেশন খুঁজছেন, তাদের জন্য এই স্পেশাল এডিশন হতে পারে উপযুক্ত অপশন। দাম কিছুটা বেশি হলেও এর এক্সক্লুসিভ লুক এবং প্রিমিয়াম ফিনিশ এটিকে আলাদা করে তুলেছে।

প্রসঙ্গত, TVS Jupiter Stardust Black Special Edition এমন গ্রাহকদের জন্য ডিজাইন করা হয়েছে যারা সাধারণ স্কুটারের বাইরে কিছু স্টাইলিশ ও প্রিমিয়াম অপশন চান। এর অল-ব্ল্যাক লুক, ব্রোঞ্জ অ্যাকসেন্ট ও উন্নত ফিচার একে বাজারে একটি আকর্ষণীয় প্রিমিয়াম স্কুটার করে তুলেছে।