উৎসব মরসুমে প্রথম টিজার নিয়ে হাজির TVS। ভারতের অন্যতম দুই চাকার গাড়ি নির্মাণকারী সংস্থাটি তাদের পরবর্তী প্রোডাক্ট টিজার প্রকাশ করেছে। কোম্পানির অফিসিয়াল ইনস্টাগ্রাম চ্যানেলে প্রকাশিত এই ভিডিওতে দেখা গিয়েছে ‘TVS Indus’ নাম, যা ইতিমধ্যেই দু’চাকার দুনিয়ায় জল্পনার সৃষ্টি করেছে। যদিও টিজারে কোনো স্কুটারের পূর্ণ ছবি বা প্রযুক্তিগত তথ্য প্রকাশ করা হয়নি, কিন্তু ভিডিওয় ব্যাকগ্রাউন্ডে নীল রঙের আলোর রেখা দেখানো হয়েছে। যা সাধারণত সংস্থার ইলেকট্রিক ভেহিকল সংক্রান্ত অভিযানে ব্যবহৃত হয়।
TVS Indus কি নতুন Jupiter EV?
গত কিছুদিন ধরেই বাজারে জোর গুঞ্জন চলছে যে TVS এক নতুন বাজেট ফ্রেন্ডলি ই-স্কুটার আনতে চলেছে, যা iQube-এর নিচে স্থান পাবে। অনেকেই মনে করছেন TVS Indus-ই সেই নতুন Jupiter EV হতে পারে। কারণ আগেই জানা গিয়েছিল যে, Jupiter-এর আইসিই (ICE) প্ল্যাটফর্ম তৈরি করার সময় থেকেই কোম্পানির পরিকল্পনায় ছিল একটি ইলেকট্রিক ভ্যারিয়েন্ট। Jupiter-এ ফুয়েল ট্যাঙ্কটি ফ্লোরবোর্ডের নিচে থাকে, যা ব্যাটারি বসানোর জন্য উপযুক্ত জায়গা হিসেবে ধরা যায়।
তবে এখানেই থেমে নেই জল্পনা। অনেকেই মনে করছেন Indus হয়তো কোনও নতুন প্রোডাক্ট নয়, বরং একটি নতুন মার্কেটিং ক্যাম্পেইন বা সার্ভিস আপডেটও হতে পারে। টিজার ভিডিওতে এমন কিছু পাঞ্চলাইন ব্যবহার করা হয়েছে, যা সরাসরি কোনও স্কুটার বা বাইকের স্পেসিফিকেশনকে নির্দেশ করে না। ফলে এটি নতুন একটি প্রোডাক্ট নাকি শুধুই প্রচারমূলক উদ্যোগ, তা স্পষ্ট হতে আরও কিছু টিজার ও অফিসিয়াল তথ্যের জন্য অপেক্ষা করতে হবে।
কোটিপতিদের জন্য সুখবর! ভারতে লঞ্চ হল Mercedes-Benz GLS 4MATIC AMG Line
এদিকে যারা ইলেকট্রিক যানবাহনের চেয়ে পেট্রলভিত্তিক স্কুটার বা বাইকে বেশি আগ্রহী, তাদের জন্যও রয়েছে সুখবর। TVS শীঘ্রই তাদের জনপ্রিয় মডেলের একটি Dark Edition নিয়ে আসতে চলেছে। এই সংস্করণে থাকবে একটি আপগ্রেডেড ইঞ্জিন, যা আগের তুলনায় বেশি পাওয়ার জেনারেট করবে। এছাড়াও থাকবে নতুন ক্লাচ কভার, উন্নত টায়ার, আরও পরিশীলিত ইলেকট্রনিক্স এবং অতিরিক্ত অ্যাক্সেসরিজ যেমন ফগ ল্যাম্প ইত্যাদি।
প্রসঙ্গত, TVS Indus নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। এটি একটি সম্পূর্ণ নতুন ইলেকট্রিক স্কুটার, Jupiter-এর ইলেকট্রিক সংস্করণ, নাকি শুধুই একটি প্রচারণামূলক উদ্যোগ – তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে যাই হোক না কেন, উৎসবের আগেই TVS-এর এই পদক্ষেপ দুই চাকার বাজারে উত্তেজনার পারদ বাড়িয়েছে।