প্রথম অ্যাডভেঞ্চার বাইক আনছে টিভিএস, কবে লঞ্চ দেখুন

TVS Apache RTX 300 লঞ্চের মাধ্যমে অবশেষে ভারতের অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের বাজারে পা রাখতে চলেছে টিভিএস (TVS)। উক্ত সেগমেন্টের জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে। যা প্রত্যক্ষ করেই…

TVS Apache RTX 300

TVS Apache RTX 300 লঞ্চের মাধ্যমে অবশেষে ভারতের অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের বাজারে পা রাখতে চলেছে টিভিএস (TVS)। উক্ত সেগমেন্টের জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে। যা প্রত্যক্ষ করেই এমন সিদ্ধান্ত সংস্থার। বলার অপেক্ষা রাখে না অ্যাডভেঞ্চার বাইকপ্রেমীদের জন্য এটি একটি দারুণ খবর।

TVS Apache RTX 300: দীর্ঘ প্রতীক্ষার অবসান

গত বছর, এই বাইকের এক্সক্লুসিভ তথ্য এবং প্রোটোটাইপ ছবি প্রকাশ করা হয়েছিল। চলতি বছর ভারত মোবিলিটি এক্সপো-তে এই বাইকের প্রোডাকশন রেডি সংস্করণের ছবি সামনে আসে। তবে, টিভিএস এই বাইকটিকে শুধুমাত্র কয়েক ঘণ্টার জন্য প্রদর্শন করেছিলয যদিও বিস্তারিত তথ্য গোপন রাখা হয়।

   

হোসুরের এই সংস্থা উৎসব মরসুমে Apache RTX 300 লঞ্চ করার পরিকল্পনা করছে, যা সম্ভবত আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারতীয় বাজারে আসবে। প্রথম পর্যায়ে এর ট্যুরিং ভ্যারিয়েন্ট লঞ্চ করা হবে, এবং পরবর্তী সময়ে সম্পূর্ণ অ্যাডভেঞ্চার বাইক সংস্করণ বাজারে আনা হবে। এই অ্যাডভেঞ্চার বাইকটি 299 সিসি লিকুইড-কুলড RTX D4 ইঞ্জিন দ্বারা চালিত। যা 9,000 আরপিএম গতিতে 35 বিএইচপি শক্তি এবং 7,000 আরপিএম গতিতে 28.5 এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এর সঙ্গে সিক্স-স্পিড গিয়ারবক্স সংযুক্ত থাকবে। এছাড়াও, রাইড-বাই-ওয়্যার থ্রটল, মাল্টিপল রাইডিং মোডস এবং ট্রাকশন কন্ট্রোল সিস্টেম যুক্ত হতে পারে। নিরাপত্তার জন্য সুইচেবল ডুয়েল-চ্যানেল ABS এবং LED লাইটিং-ও দেওয়া হতে পারে।

ডিজাইনের ক্ষেত্রে TVS বেশ ভালো কাজ করেছে বলে মনে করা হচ্ছে। প্রকাশিত ছবিতে দেখা গেছে, বাইকটিতে সেমি-ফেয়ারিং, উঁচু উইন্ডস্ক্রিন, মাংসল ফুয়েল ট্যাঙ্ক, এবং স্প্লিট-সিটসহ স্লিম টেল সেকশন রয়েছে। এছাড়াও, অ্যাডভেঞ্চার-স্টাইলের ফ্রন্ট বিক (চোঙা নকশা) বাইকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

TVS Apache RTX 300-এর এক্স-শোরুম দাম 2.6 লাখ থেকে 2.9 লাখ টাকার মধ্যে ধার্য করা হতে পারে। এটি সরাসরি KTM 250 Adventure-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রসঙ্গত, বাইকটি অ্যাডভেঞ্চার বাইকপ্রেমীদের জন্য একটি নতুন অভিজ্ঞতা দিতে চলেছে। উন্নত প্রযুক্তি, আধুনিক ডিজাইন, এবং শক্তিশালী ইঞ্জিনের সঙ্গে এই বাইকটি ভারতীয় অ্যাডভেঞ্চার সেগমেন্টে একটি শক্তিশালী উপস্থিতি তৈরি করতে পারে।