HomeBusinessAutomobile Newsঅপেক্ষার অবসান, TVS Apache RTX 300 নিয়ে বড় ঘোষণা এল

অপেক্ষার অবসান, TVS Apache RTX 300 নিয়ে বড় ঘোষণা এল

- Advertisement -

ভারতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল TVS Apache RTX 300-এর ডেলিভারি। বেঙ্গালুরুতে প্রথম ব্যাচের মোটরসাইকেল তুলে দেওয়া হয়েছে গ্রাহকদের হাতে। এর মাধ্যমে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে টিভিএস ধাপে ধাপে গোটা দেশে এই বাইকের ডেলিভারি শুরু করতে চলেছে এবং খুব শীঘ্রই অন্যান্য শহরেও পৌঁছাবে জনপ্রিয় এই নতুন অ্যাডভেঞ্চার মোটরসাইকেলটি।

TVS Apache RTX 300-এর ডেলিভারি চালু হল

নতুন প্রজন্মের অ্যাডভেঞ্চার-ট্যুরিং ক্যাটাগরিতে নিজেদের অবস্থান আরও শক্ত করতে টিভিএস এনেছে Apache RTX 300, যা শক্তি ও প্রযুক্তির দিক থেকে যথেষ্ট উন্নত। এই মোটরসাইকেলটি চালিত হয় 299সিসি লিকুইড-কুল্ড সিঙ্গেল সিলিন্ডার RT-XD4 ইঞ্জিনে। ইঞ্জিনটি 35.5 বিএইচপি শক্তি উৎপন্ন করে 9000 আরপিএম-এ এবং 28.5 এনএম টর্ক দেয় 7000 আরপিএম-এ। শক্তিশালী এই মোটরটি যুক্ত করা হয়েছে একটি সিক্স-স্পিড গিয়ারবক্স-এর সঙ্গে, যা দীর্ঘ ভ্রমণ বা অ্যাডভেঞ্চার রাইডিংয়ের জন্য উপযুক্ত পারফরম্যান্স দেয়।

   

চেসিস হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে একটি শক্তিশালী ট্রেলিস ফ্রেম, যা বাইকের স্থিতিশীলতা বাড়ায় এবং অফ-রোডিং অবস্থাতেও ভালো নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করে। সামনের দিকে রয়েছে ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং পিছনে মোনোশক সাসপেনশন, যা খারাপ রাস্তাতেও আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা দেয়। চাকা হিসাবে সামনে ব্যবহৃত হয়েছে 19-ইঞ্চি এবং পিছনে 17-ইঞ্চি সেটআপ—যা অ্যাডভেঞ্চার ও ট্যুরিংয়ের জন্য আদর্শ।

আধুনিক ফিচার, তিনটি ভ্যারিয়েন্ট

ফিচারের দিক থেকেও Apache RTX 300 একাধিক আধুনিক সুবিধা নিয়ে এসেছে। বাইকটিতে রয়েছে TFT ডিসপ্লে নেভিগেশনসহ, একাধিক রাইড মোড, ক্রুজ কন্ট্রোল এবং উচ্চতর ভ্যারিয়েন্টে রয়েছে বাই-ডিরেকশানল কুইকশিফ্টার, যা গিয়ার পরিবর্তনকে আরও দ্রুত ও স্মুথ করে তোলে। রাইডারদের প্রয়োজন অনুযায়ী ফিচার গুলো সাজানো হয়েছে, যাতে দীর্ঘ সফর বা অফ-রোড রাইডিং আরও উপভোগ্য হয়।

টিভিএস এই বাইকটিকে তিনটি ভ্যারিয়েন্টে বাজারে এনেছে—Base, Top, এবং BTO। বেস ভ্যারিয়েন্টের মূল্য শুরু হয়েছে 1.99 lakh টাকা থেকে। অন্য দুটি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 2.15 লাখ টাকা এবং 2.29 লাখ টাকা। সব দামই এক্স-শোরুম, দিল্লি।

সব মিলিয়ে, TVS Apache RTX 300 অ্যাডভেঞ্চার মোটরসাইকেল সেগমেন্টে একটি শক্তিশালী প্রতিযোগী হয়ে উঠতে চলেছে। শক্তিশালী ইঞ্জিন, উন্নত ফিচার, মজবুত সাসপেনশন এবং আকর্ষণীয় দামের সমন্বয় এই বাইকটিকে নতুন রাইডার থেকে অভিজ্ঞ রাইডার—সবার কাছে এক আকর্ষণীয় পছন্দ করে তুলবে। ডেলিভারি শুরু হওয়ায় এখন গ্রাহকদের অপেক্ষার পালা শেষ, এবং আগামী দিনে গোটা দেশে এর জনপ্রিয়তা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular