TVS Apache RTR 160 4V-এর আপডেট ভার্সন নঞ্চ হল, নতুনত্ব হিসাবে পেয়েছে…

TVS Apache মানেই গতির স্টাইলের সঙ্গে গতির সহাবস্থান। তাই তরুণ প্রজন্মের সিংহভাগের মন মজে থাকে এই বাইকে। সেই সমস্ত ক্রেতার উদ্যম বাড়াতে এবারে ময়দানে টিভিএস…

TVS Apache RTR 160 4V launched with new updates

TVS Apache মানেই গতির স্টাইলের সঙ্গে গতির সহাবস্থান। তাই তরুণ প্রজন্মের সিংহভাগের মন মজে থাকে এই বাইকে। সেই সমস্ত ক্রেতার উদ্যম বাড়াতে এবারে ময়দানে টিভিএস (TVS)। সংস্থা লঞ্চ করল অ্যাপাচি বাইকের নতুন অবতার। TVS Apache RTR 160 4V নয়া ভার্সনে এসেছে। নতুন মোটরসাইকেলের দাম ১,৩৯,৯৯০ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। আপডেট হিসাবে নতুন কালার স্কিম দেওয়া হয়েছে। আবার হার্ডওয়্যারেও রয়েছে চমক।

ইতালির ইলেকট্রিক স্কুটার লঞ্চ হল ভারতে, রইল দাম ও বৈশিষ্ট্য

   

TVS Apache RTR 160 4V

তবে TVS Apache RTR 160 4V-র আপডেট মডেলের ডিজাইনে কোন পরিবর্তন ঘটানো হয়নি। তারুণ্যে ভরপুর এই বাইকে এখনও শার্প লুক স্পষ্ট। গ্রে এবং রেড কালার স্কিমের সঙ্গে গোল্ডেন কালার ফ্রন্ট ফর্ক।

শক্তির উৎস হিসাবে এতে দেওয়া হয়েছে আগের মতোই একটি ১৬০ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। এটি থেকে ১৭.৫৫ বিএইচপি শক্তি এবং ১৪.৭৩ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরের সঙ্গে সংযুক্ত ৫-স্পিড গিয়ার। ফিচারের মধ্যে উপস্থিত তিনটি রাইডিং মোড, TVS SmartXonnect সহ ডিজিটাল কনসোল, ভয়েস অ্যাসিস্ট এবং গ্লাইড যুক্ত টেক।

BSA Goldstar 650-এর স্ক্র্যাম্বলার অবতার উন্মোচিত হল, ভারতে আসবে এই বাইক?

কালার স্কিম ছাড়া TVS Apache RTR 160 4V-এর হার্ডওয়্যারে আপডেট হিসাবে দেওয়া হয়েছে ইউএসডি ফ্রন্ট ফর্ক। এতে উপস্থিত মোনোশক সাসপেনশন এবং ডুয়েল চ্যানেল এবিএস সহ ফ্রন্ট ও রিয়ার ডিস্ক ব্রেক। ১৭ ইঞ্চি অ্যালয় হুইলে ছুটবে এই বাইক।