মাসের এই দিন লঞ্চ হচ্ছে নয়া ভার্সনের অ্যাপাচে, সকলকে আমন্ত্রণ জানাল টিভিএস

আগামী ১৬ সেপ্টেম্বরের জন্য টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) একটি খোলা আমন্ত্রণপত্র প্রকাশ করেছে। অর্থাৎ সকলের আমন্ত্রণ রয়েছে সেখানে। ব্যাপারটা কী? আসলে ওইদিন সংস্থা…

TVS-Apache-RR-310

আগামী ১৬ সেপ্টেম্বরের জন্য টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) একটি খোলা আমন্ত্রণপত্র প্রকাশ করেছে। অর্থাৎ সকলের আমন্ত্রণ রয়েছে সেখানে। ব্যাপারটা কী? আসলে ওইদিন সংস্থা আনতে চলেছে নতুন প্রজন্মের টিভিএস অ্যাপাচে আরআর ৩১০ (TVS Apache RR 310)। সম্প্রতি এই ফুল-ফেয়ার্ড মোটরসাইকেলটির টেস্টিং চালাতে দেখা গিয়েছে। তাই অনুমান করা হচ্ছে, ওইদিন বাজারে আসছে এই বাইক।

TVS Apache RR 310 : খুঁটিনাটি

   

জানিয়ে রাখি, গত বছর এই সময়ই TVS Apache RTR 310 লঞ্চ করেছিল। যাই হোক, TVS Apache RR 310-তে বেশ কিছু পরিবর্তন থাকবে বলে অনুমাম করা হচ্ছে। এর আগে একটি স্পাই শটে দেখা গিয়েছিল, বাতাসের বাধা প্রতিহত করতে সাইড ফেয়ারিংয়ের সঙ্গে উইংলেট দেওয়া হয়েছে। MotoGP-র ১,০০০ সিসি মেশিনের সঙ্গে এটি প্রথম এসেছিল।

TVS Apache RR 310 এবারে নতুন কালার সহ আসতে পারে। আবার ইঞ্জিনে আপডেট দেওয়া হতে পারে। এর বর্তমান মডেলে রয়েছে একটি ৩১২.২ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড-কুল্ড ইঞ্জিন। এটি থেকে পাওয়া যায় ৩৩.৫ বিএইচপি শক্তি এবং ২৭.৩ এনএম টর্ক। মোটরের সঙ্গে সংযুক্ত ৬-গতির গিয়ারবক্স। 

ভারতের বাজার মাতাতে চাইছে Triumph, এমাসেই আনছে এই সস্তার বাইক

নতুন টিভিএস অ্যাপাচে আরআর ৩১০-এ (TVS Apache RR 310) থাকতে পারে রিয়ার-লিফট মিটিগেশন, হিটেড এবং কুলড রাইডার সিট, ডায়নামিক হেডল্যাম্প, ক্রুজ কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল, একাধিক রাইডিং মোড ইত্যাদি।