আগস্টেই আসছে Triumph Thruxton 400, ক্যাফে রেসার বাইকপ্রেমীদের জন্য নতুন চমক!

Triumph অনুরাগীদের জন্য খুশির খবর! Bajaj ভারতের বাজারে Triumph ব্র্যান্ডের অধীনে আরও একটি নতুন 400cc বাইক আনতে চলেছে, যার নাম Triumph Thruxton 400। এটি একটি…

Triumph Thruxton 400 To Be Launched in August

Triumph অনুরাগীদের জন্য খুশির খবর! Bajaj ভারতের বাজারে Triumph ব্র্যান্ডের অধীনে আরও একটি নতুন 400cc বাইক আনতে চলেছে, যার নাম Triumph Thruxton 400। এটি একটি ক্যাফে রেসার স্টাইলের বাইক। যেটি আগস্ট মাসে ভারতের বাজারে লঞ্চ হওয়ার কথা রয়েছে। এটি Triumph-এর 400cc মোটরসাইকেল সেগমেন্টের পঞ্চম মডেল হিসেবে বাজারে আসবে।

Triumph Thruxton 400

Triumph Speed 400 এবং Scrambler 400X ভারতের বাজারে আগেই লঞ্চ হয়েছে এবং এই দুটি মডেল দারুণ সাড়া ফেলেছে। তারপরে এসেছে এন্ট্রি-লেভেল T4 ও Scrambler 400XC। নতুন Triumph Thruxton 400 ক্যাফে রেসারটি এই লাইনআপের শীর্ষে অবস্থান করবে বলে আশা করা হচ্ছে। এর ডিজাইন মূলত এর বড় ভাই Thruxton 900/1200 থেকে অনুপ্রাণিত। স্পাই শট থেকে জানা গেছে, এতে থাকবে রাউন্ড এলইডি হেডল্যাম্প, ক্যাফে রেসার স্টাইলের ফেয়ারিং ও বার-এন্ড মিরর।

   

ইঞ্জিন ও ফিচার

Thruxton 400-তে ব্যবহার করা হবে 399cc, সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন, যেটা Speed 400 এবং Scrambler 400X-এও ব্যবহৃত হয়েছে। এই ইঞ্জিন ৩৯.৫ বিএইচপি শক্তি ও ৩৭.৫ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম এবং এতে থাকছে ছয়-স্পিড গিয়ারবক্স। পারফরম্যান্সের পাশাপাশি থাকছে আধুনিক ফিচারস যেমন এলইডি লাইটিং, এবিএস, ট্রাকশান কন্ট্রোল এবং সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।

ভারতে সদ্য লঞ্চ হওয়া মার্কিন ইভি Tesla Model Y কেনার আগে জেনে নিন 5 গুরুত্বপূর্ণ তথ্য

Advertisements

যদিও ক্যাফে রেসার সেগমেন্ট এখনো ভারতে নিকুচ সেগমেন্ট হিসাবে বিবেচিত হয়, তবুও Bajaj আশাবাদী যে Thruxton 400 ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ক্যাফে রেসার হয়ে উঠতে পারে। Triumph ব্র্যান্ডের অধীনে ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে ৬৫,০০০-এর বেশি ইউনিট বিক্রি হয়েছে। Thruxton 400 বাজারে এলে সেই সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি আশা করা হচ্ছে।

Thruxton 400-এর পাশাপাশি Bajaj আরও একটি 400cc Triumph মোটরসাইকেল নিয়ে আসার পরিকল্পনা করছে, যার নাম হতে পারে Flat Tracker 400। এই বাইকটি ইতিমধ্যে ইউরোপে টেস্টিংয়ের সময় দেখা গেছে এবং এটি মূলত Speed T4 ও Speed 400-এর মাঝখানে অবস্থান করবে। এর স্টাইলিশ ও শহুরে ডিজাইন Royal Enfield-এর প্রচুর রাইডারদের আকৃষ্ট করতে পারে বলে মনে করছে সংস্থা। যদিও এই মডেলটির বাজারে আসতে এখনও কিছুটা সময় রয়েছে।

Triumph Thruxton 400 ভারতের মোটরসাইকেল প্রেমীদের জন্য একটি নতুন এবং আকর্ষণীয় বিকল্প হিসেবে আসতে চলেছে। ক্যাফে রেসার ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স ও আধুনিক ফিচারের সংমিশ্রণে এটি তরুণ রাইডারদের মন জয় করতে সক্ষম হবে বলেই মনে করা হচ্ছে। আগস্ট মাসে এই বাইকের আনুষ্ঠানিক লঞ্চের দিকে এখন নজর গোটা বাইকিং দুনিয়ার।