অপেক্ষার অবসান, ভারতে লঞ্চ হল Triumph Thruxton 400, ডিজাইন বাজার তোলপাড় করবে!

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের বাজারে লঞ্চ হল Triumph Thruxton 400। ব্রিটিশ মোটরসাইকেল নির্মাতা ট্রায়াম্ফ ভারতের ৪০০সিসি সেগমেন্টে হাডির করেছে বাইকটি। Thruxton 400-র দাম…

Triumph Thruxton 400 Launched

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের বাজারে লঞ্চ হল Triumph Thruxton 400। ব্রিটিশ মোটরসাইকেল নির্মাতা ট্রায়াম্ফ ভারতের ৪০০সিসি সেগমেন্টে হাডির করেছে বাইকটি। Thruxton 400-র দাম রাখা হয়েছে ২.৭৪ লক্ষ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। এই নতুন মোটরসাইকেলটি কোম্পানির ৪০০সিসি লাইনআপে Scrambler 400 X-এর থেকেও উঁচুতে অবস্থান করছে।

Triumph Thruxton 400 ক্যাফে রেসার লুকে নজর কাড়বে

Triumph Thruxton 400 নিঃসন্দেহে ট্রায়াম্ফের ৪০০সিসি বাইকের মধ্যে সবচেয়ে স্টাইলিশ। বাইকটির লুক এবং ডিজাইনে একাধিক পরিবর্তন আনা হয়েছে, যা একে Speed 400-এর তুলনায় আরও আকর্ষণীয় করে তুলেছে। এতে ক্যাফে রেসার স্টাইলের সেমি-ফেয়ারিং, টিয়ারড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, এবং নতুন ডিজাইনের সাইড প্যানেল রয়েছে। পিছনের অংশে রয়েছে স্লিম ফেন্ডার এবং নতুন টেইললাইট অ্যাসেম্বলি। পাশাপাশি, নতুন ওয়াইড ও রি-প্রোফাইলড সিট এবং স্ট্যান্ডার্ড সিট কাউল বাইকারকে একটি ফরোয়ার্ড-লেন্ড রাইডিং পজিশন প্রদান করে।

   

ইঞ্জিন এবং পারফরম্যান্স

Thruxton 400-এ ব্যবহার করা হয়েছে ট্রায়াম্ফের TR-সিরিজের সেই একই ৩৯৮সিসি লিকুইড-কুল্ড ইঞ্জিন, যেটি Speed 400 এবং Scrambler 400 X-এ দেখা যায়। তবে এই বাইকে ইঞ্জিনে কিছু পরিবর্তন করা হয়েছে, যেমন নতুন ক্যামশ্যাফট ব্যবহার, যার ফলে ইঞ্জিন ৯,০০০ আরপিএম-এ ৪১.৫ বিএইচপি এবং ৭,৫০০ আরপিএম-এ ৩৭.৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। Speed 400-এর তুলনায় এখানে পাওয়ার ২ বিএইচপি বেশি, এবং টর্কও রেভ ব্যান্ডের উঁচু পর্যায়ে সরবরাহ করে।

১২ অগস্ট ভারতে লঞ্চ হচ্ছে 2025 Yezdi Scrambler এবং Roadster, কেমন ফিচার থাকবে দেখুন

Advertisements

ট্রায়াম্ফ থ্রাক্সটন ৪০০-এর সাসপেনশন সেটআপ-এও পরিবর্তন আনা হয়েছে, যাতে আরও স্পোর্টি এবং এনগেজিং রাইডিং এক্সপেরিয়েন্স পাওয়া যায়। এছাড়াও, বাইকটিতে রয়েছে ক্লিপ-অন হ্যান্ডেলবার এবং নতুন অবস্থানে স্থাপিত রাইডার ফুটপেগ, যা রাইডিংয়ের সময় একটি আগ্রাসী ভঙ্গিমা তৈরি করে।

রঙের বিকল্প

এই নতুন বাইকটি বাজারে মোট চারটি রঙে পাওয়া যাবে – লাভা রেড গ্লস, পার্ল মেটালিক হোয়াইট, ফ্যান্টম ব্ল্যাক এবং মেটালিক রেসিং ইয়েলো। Triumph Thruxton 400 এমন একটি বাইক যা ক্লাসিক লুক এবং আধুনিক প্রযুক্তির মিশেলে ক্যাফে রেসার বাইকপ্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় বিকল্প হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।