Triumph Speed T4 লঞ্চের কয়েক মাস বাদে মোটরসাইকেলটির নাম ফের সংবাদ শিরোনামে উঠে এল। এবারে এই বাইক চারটি নজরকাড়া রঙের বিকল্পে হাজির করল ট্রায়াম্ফ ইন্ডিয়া (Triumph India)। চলুন রেট্রো স্টাইলের মোটরসাইকেলটির নতুন রঙের বিকল্পগুলি জেনে নেওয়া যাক।
Triumph Speed T4 চার নতুন রঙের বিকল্পে লঞ্চ হল
Speed T4-এর রঙের বিকল্পের মধ্যে রয়েছে – ক্যাসপিয়ান ব্লু সহ পার্ল মেটালিক হোয়াইট, লাভা রেড গ্লস সহ পার্ল মেটালিক হোয়াইট, ফ্যানটম ব্ল্যাক সহ পার্ল মেটালিক হোয়াইট এবং ফ্যানটম ব্ল্যাক সহ স্টর্ম গ্রে। এদিকে, ট্রায়াম্ফ তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে Speed T4-এর পুরনো রঙের সমস্ত বিকল্প সরিয়ে নিয়েছে।
দাম ও ইঞ্জিন স্পেসিফিকেশন
Speed T4-এর এক্স-শোরুম (দিল্লি) দাম রাখা হয়েছে ১,৯৯,০০০ টাকা। এটি Speed 400-এর প্ল্যাটফর্মে তৈরি হলেও ভিতরের কিছু ফিচারে পরিবর্তন আনা হয়েছে। বাইকটিতে রয়েছে ৩৯৮ সিসি লিকুইড-কুলড, সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, যা ৭,০০০ আরপিএম গতিতে ৩০.৬ বিএইচরপি শক্তি এবং ৫,০০০ আরপিএম গতিতে ৩৬ এনএম টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে যুক্ত রয়েছে ছয়-গতির গিয়ারবক্স।
ডিজাইন ও ফিচার
Triumph Speed T4-এর ফিচারের প্রসঙ্গে বললে এতে রয়েছে রাউন্ড এলইডি হেডলাইট, সিঙ্গেল সিটের উপর রিবড কভার, রাউন্ড মিরর, ম্যাট ফিনিশ এক্সহস্ট। বাইকটি স্টিল ট্রেলিস ফ্রেমে তৈরি, যেখানে সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে মোনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। ব্রেকিং সিস্টেমের জন্য এতে সামনে ও পিছনে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে, যা আরও উন্নত নিরাপত্তা নিশ্চিত করে।
এই নতুন আপডেটের পর Speed T4 ভারতের বাজারে Royal Enfield Hunter-এর অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। ট্রায়াম্ফের নতুন রঙের বিকল্প ব্যবহারকারীদের আরও বেশি পছন্দের সুযোগ করে দেবে এবং বাজারে এর জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।