HomeBusinessAutomobile Newsক্রেতা টানতে সস্তার বাইক লঞ্চ করল ট্রায়াম্ফ, কেমন ফিচার এতে?

ক্রেতা টানতে সস্তার বাইক লঞ্চ করল ট্রায়াম্ফ, কেমন ফিচার এতে?

- Advertisement -

আজ অর্থাৎ ১৭ সেপ্টেম্বর ট্রায়াম্ফ ইন্ডিয়ার (Triumph India) জন্য একটি বিশেষ দিন। কারণ এদিন   ভারতের বাজারে একসঙ্গে দুটি নতুন বাইক লঞ্চ করে সকলের নজর কেড়েছে সংস্থা। যার মধ্যে একটি হচ্ছে ট্রায়াম্ফ স্পিড টি৪ (Triumph Speed T4)। মজার বিষয়, এই বাইক এদেশে সংস্থার সবচেয়ে সস্তার মডেল। এর দাম রাখা হয়েছে ২.১৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

ট্রায়াম্ফ স্পিড টি৪ মোট তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে – হোয়াইট, রেড ও ব্ল্যাক। Speed 400-র উত্তরসূরি হিসেবে এই বাইক আনা হয়েছে। কালার স্কিম ছাড়া বাইকদ্বয়ের মধ্যে আর বিশেষ কোন ফারাক নেই বললেই চলে।

   

আবার ট্রায়াম্ফ স্পিড টি৪-এর চ্য়াসিসেও সেভাবে কোন পরিবর্তন ঘটানো হয়নি। এতে দেওয়া হয়েছে প্রথাগত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক। দাম কম রাখার জন্য এতে ইউএসডি ফর্ক দেওয়া হয়নি। ১৭ ইঞ্চি হুইলে রয়েছে নন রেডিয়াল টায়ার।

একটি ৩৯৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিনে ছুটবে স্পিড টি৪। এটি থেকে ৭,০০০ আরপিএম গতিতে ৩০.৬ বিএইচপি শক্তি এবং ৫,০০০ আরপিএম গতিতে ৩৬ এনএম টর্ক উৎপন্ন হবে। কোম্পানির দাবি, ২,৫০০ আরপিএমে ৮৫ শতাংশ টর্ক পাওয়া যাবে। মোটরের সঙ্গে সংযুক্ত ৬-স্পিড গিয়ারবক্স। 

পুজোয় বাজার কাঁপাতে নতুন ভার্সনে লঞ্চ হল Triumph Speed 400, দাম কত?

ট্রায়াম্ফ স্পিড টি৪-এ (Triumph Speed T4) তাৎপর্যপূর্ণ ফিচার হিসেবে রয়েছে অল-এলইডি ডিসপ্লে এবং ব্লুটুথ সহ অ্যানালগ-ডিজিটাল ডিসপ্লে। বর্তমানে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বাইকের বুকিং চলছে। আর কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে ডেলিভারি।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular