পুজোয় বাজার কাঁপাতে নতুন ভার্সনে লঞ্চ হল Triumph Speed 400, দাম কত?

নতুন ভার্সনে আসবে বলে জল্পনা শোনা যাচ্ছিল। তা সত্যি করে আজ ভারতের বাজারে জাঁকজমকপূর্ণভাবে নতুন সংস্করণে লঞ্চ হল ট্রায়াম্ফ স্পিড ৪০০ (Triumph Speed 400)। এর…

Triumph-Speed-400-launched

নতুন ভার্সনে আসবে বলে জল্পনা শোনা যাচ্ছিল। তা সত্যি করে আজ ভারতের বাজারে জাঁকজমকপূর্ণভাবে নতুন সংস্করণে লঞ্চ হল ট্রায়াম্ফ স্পিড ৪০০ (Triumph Speed 400)। এর দাম ২.৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। নতুন ভার্সনে আপডেট হিসেবে অ্যাডজাস্টেবল ব্রেক এবং ক্লাচ লিভার যোগ করা হয়েছে। এছাড়া চারটি নতুন কালার পেয়েছে বাইকটি। যদিও বাইকটির কারিগরি বৈশিষ্ট্যের পরিবর্তনে হাত লাগায়নি ট্রায়াম্ফ। নতুন স্পিড ৪০০-র সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক। 

2025 Triumph Speed 400 : কালার ও ডায়মেনশন

   

ট্রায়াম্ফ স্পিড ৪০০ চারটি আকর্ষণীয় কালারের বেছে নেওয়া যাবে। এগুলি হল – রেসিং ইয়েলো, পার্ল মেটালিক হোয়াইট, রেসিং রেড এবং ফ্যান্টম ব্ল্যাক। বোল্ট রিয়ার সাবফ্রেম সহ একটি হাইব্রিড স্পাইনে ভর করে ছুটবে বাইকটি। মাটি থেকে সিটের উচ্চতা ৭৯০ মিমি এবং হুইলবেস ১৩৭৭ মিমি।

2025 Triumph Speed 400 : ইঞ্জিন ও স্পেসিফিকেশন 

Triumph Speed 400 আগের মতই একটি ৩৯৮ সিসি, ৪-ভাল্ভ, লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে দৌড়াবে। এটি থেকে ৮০০০ আরপিএম গতিতে ৩৯ বিএইচপি শক্তি এবং ৬৫০০ আরপিএম গতিতে ৩৭.৫ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনের সঙ্গে যুক্ত রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স এবং ওয়েট স্লিপার ক্লাচ সিস্টেম। 

৪৩ মিমি ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং রিয়ার প্রিলোড অ্যাডজাস্টেবল মোনোশক সাসপেনশন রয়েছে এই বাইকে। সামনে ১৪০ মিমি এবং পেছনে ১৩০ মিমি ট্রাভেল দেওয়া হয়েছে। ১৭ ইঞ্চি হুইলে ছুটবে ২০২৫ ট্রায়াম্ফ স্পিড ৪০০। ডুয়েল চ্যানেল এবিএস সহ ৩০০ মিমি ফ্রন্ট ও ২৩০ মিমি রিয়ার ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। 

পুজোর আগে BMW-র চমক, একজোড়া ‘দুর্ধর্ষ’ অ্যাডভেঞ্চার বাইক লঞ্চ করল

2025 Triumph Speed 400 : ফিচার্স

ট্রায়াম্ফ স্পিড ৪০০-তে (Triumph Speed 400) উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসেবে রয়েছে অ্যাডজাস্টেবল ফ্রন্ট ব্রেক ও ক্লাচ লিভার। অ্যাডজাস্টেবল লিভারে দেওয়া হয়েছে ক্রোম ফিনিশ। এছাড়া রয়েছে এলইডি লাইটিং, একটি ইমমোবিলাইজার, ডিজিটাল মাল্টি ইনফরমেশন ডিসপ্লে, বার এন্ড টাইপ রিয়ার ভিউ মিরার এবং রাইড বাই ওয়্যার থ্রটেল।