‘আলোর উৎসবের’ আগে নতুন কালারে এল Triumph Scrambler 400X, দেখলে চোখ ফেরান মুশকিল

দীপাবলির আগে স্ক্র্যাম্বলার বাইক প্রেমীদের জন্য সুখবর শোনাল ট্রায়াম্ফ মোটরসাইকেলস ইন্ডিয়া (Triumph Motorcycles India)। বাজাজের সঙ্গে যৌথ উদ্যোগে নির্মিত Triumph Scrambler 400X-এর নতুন কালার অপশন…

Triumph Scrambler 400X gets new color option

দীপাবলির আগে স্ক্র্যাম্বলার বাইক প্রেমীদের জন্য সুখবর শোনাল ট্রায়াম্ফ মোটরসাইকেলস ইন্ডিয়া (Triumph Motorcycles India)। বাজাজের সঙ্গে যৌথ উদ্যোগে নির্মিত Triumph Scrambler 400X-এর নতুন কালার অপশন লঞ্চ করল সংস্থা। এখন এই বাইক পার্ল মেটালিক হোয়াইট কালারে বেছে নেওয়া যাবে। তাহলে পুরনো রঙের বিকল্পগুলি কি আর মিলবে না?

চিন্তা নেই। Scrambler 400X নয়া কালার অফশনের পাশাপাশি পুরনো রঙের বিকল্পেও কেনা যাবে। এগুলি হচ্ছে – ফ্যান্টম ব্ল্যাক/ সিলভার আইস, ম্যাট খাকি গ্রিন/ফিউশন হোয়াইট এবং কার্নিভাল রেড/ ফ্যান্টম ব্ল্যাক। তবে নতুন রঙের বিকল্পটি বেশ আকর্ষণীয়। ফুয়েল ট্যাঙ্কের উপর থেকে নীচ পর্যন্ত রয়েছে ব্ল্যাক স্ট্রিপ। যা রূপের ঝলক আরও বাড়িয়ে তুলেছে। এর সঙ্গে বাদামি রঙের সিট ডিজাইনে আলাদা মাত্রা যোগ করেছে। এতে ব্ল্যাক আউট এগজস্ট পাইপ দেওয়া হয়েছে। 

   

কারিগরি বৈশিষ্ট্যের প্রসঙ্গে বললে, Triumph Scrambler 400X-এ উপস্থিত একটি ৩৯৮.১৫ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। এটি থেকে ৮,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৩৯.৫ বিএইচপি শক্তি এবং ৬,৫০০ আরপিএম গতিতে ৩৭.৫ এনএম টর্ক উৎপন্ন হয়। রয়েছে ৬-স্পিড গিয়ারলক্স। এই বাইক শহুরে রাস্তার পাশাপাশি হাইওয়েতেও কেরামতি দেখাতে সক্ষম।

Tata Nexon নাকি Maruti Suzuki Brezza, কোনটির সিএনজি ভার্সন বেশি ভালো, রইল তুলনা

হার্ডওয়্যার হিসাবে Triumph Scrambler 400X-এ রয়েছে একটি হাইব্রিড স্পাইন/টিউবুলার পেরিমিটার ফ্রেম, ৪৩ মিমি ইউএসডি বিগ পিস্টন ফ্রন্ট ফর্ক এবং গ্যাস চার্জড মোনোশক। বাইকটি সামনে ১৯ এবং পেছনে ১৭ ইঞ্চি অ্যালয় হুইলে ছোটে। ব্রেকিংয়ের জন্য উপস্থিত ৩২০ মিমি ফ্রন্ট ও ২৩০ মিমি রিয়ার ডিস্ক ব্রেক। এর বর্তমান বাজারমূল্য ২.৬৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)।