ভারতের বাজার মাতাতে চাইছে Triumph, এমাসেই আনছে এই সস্তার বাইক

হালফিলে ভারতে ৪০০ সিসি সেগমেন্টের মোটরসাইকেলের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। যা দেখে উদ্বুদ্ধ ট্রায়াম্ফ মোটরসাইকেলস ইন্ডিয়া (Triumph Motorcycles India)। ব্রিটেনের সংস্থা তাদের Speed 400-এর উপর ভিত্তি…

Triumph speed 400

হালফিলে ভারতে ৪০০ সিসি সেগমেন্টের মোটরসাইকেলের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। যা দেখে উদ্বুদ্ধ ট্রায়াম্ফ মোটরসাইকেলস ইন্ডিয়া (Triumph Motorcycles India)। ব্রিটেনের সংস্থা তাদের Speed 400-এর উপর ভিত্তি করে একটি নতুন মডেল আনতে চলেছে। আগামী ১৭ সেপ্টেম্বর ভারতের বাজারে হাজির হচ্ছে এই বাইক। এটি একটি নিও-রেট্রো গোত্রের। 

জানিয়ে রাখি, ট্রায়াম্ফ ভারতে তাদের সবচেয়ে সস্তার একজোড়া বাইক লঞ্চ করেছিল – Triumph Speed 400 ও Scrambler 400 X। এদেশে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে এগুলি। এবারে তৃতীয় মডেলটি আনতে চলেছে সংস্থা। চলুন বাইকটির সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

   

New Triumph Speed 400 আসছে

টিজারে দেখানো হয়েছে আসন্ন বাইকটি Speed 400-এর উপর ভিত্তি করে আসবে। এতে দেওয়া হচ্ছে ব্যাজিং ও বার এন্ড মিরর। এর আগে প্রকাশিত স্পাই শটে দেখানো হয়েছিল  স্পিড ৮০০-এর উপর নির্ভর করে সংস্থা একটি সেমি ফেয়ার্ড ক্যাফে রেসার মডেলের উপর কাজ চালাচ্ছে। জল্পনা শোনা যাচ্ছে, এই বাইকের নামকরণ করা হতে পারে Thruxton 400। নেকেড বডি ওয়ার্ক যুক্ত আসন্ন মডেলটি ডিজাইনের দিক থেকে Thruxton 1200-এর কাছাকাছি হবে।

ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে বিশেষ চমক সহ লঞ্চ হল নতুন Hero Xtreme 160R, দাম শুনবেন?

প্রসঙ্গত, আসন্ন ৪০০ সিসির এই বাইক Triumph Speed 400-এর নয়া ভ্যারিয়েন্ট হতে পারে। আবার তুলনামূলক সস্তার হতা পারে এটি। জানিয়ে রাখি, Speed 400-এর বর্তমান বাজারমূল্য ২.৩৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। বাজারে এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে Royal Enfield Guerrilla 450, Jawa 42 FJ 350, Yezdi Roadster, Honda CB350RS ও Harley-Davidson X440।