মাত্র 20 হাজার দিলেই মিলবে স্পেশাল এডিশনের Toyota Glanza, সুযোগ সীমিত সময়ের

অক্টোবরের শেষে দীপাবলি। আলোর উৎসব উপলক্ষ্যে ভারতের বাজারে লঞ্চ হল Toyota Glanza Festival Edition। মজার বিষয়, গাড়িটির প্রতিটি ভ্যারিয়েন্ট এই স্পেশাল এডিশন সহ বেছে নেওয়া…

অক্টোবরের শেষে দীপাবলি। আলোর উৎসব উপলক্ষ্যে ভারতের বাজারে লঞ্চ হল Toyota Glanza Festival Edition। মজার বিষয়, গাড়িটির প্রতিটি ভ্যারিয়েন্ট এই স্পেশাল এডিশন সহ বেছে নেওয়া যাবে বলে জানানো হয়েছে। Toyota Glanza Festival Edition-এ থাকছে ডিলার ফিটেড টয়োটা জেনুইন অ্যাক্সেসরিজ বা টিজিএ প্যাকেজ। গাড়ির দামের সঙ্গে এ জন্য ক্রেতাদের অতিরিক্ত ২০,৫৬৭ টাকা খরচ করতে হবে।

স্পেশাল এডিশনের এই গাড়ি ৩১ অক্টোবর পর্যন্তই কেনা যাবে বলে জানিয়েছে টয়োটা (Toyota)। স্ট্যান্ডার্ড মডেলের সঙ্গে ফারাক বজার রাখতে এতে দেওয়া হয়েছে কিছু বিশেষ ফিচার্স। যেমন ক্রোম এবং ব্ল্যাক বডি সাইড মোল্ডিং, পিছনের দরজা গার্নিশে ক্রোম অ্যাকসেন্ট এবং ওআরভিএম গার্নিশ। 

অন্যান্য পরিবর্তনগুলির মধ্যে রয়েছে একটি 3D ফ্লোরম্যাট, প্রিমিয়াম ডোর ভাইজর এবং পিছনের যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য ব্ল্যাক ও সিলভার কালারের কুশন। বাইরের ডিজাইনের মধ্যে উপস্থিত ক্রোম গার্নিশ যুক্ত রিয়ার বাম্পার, ফেন্ডার, রিয়ার রিফ্লেক্টর এবং একটি ওয়েলকাম ডোর ল্যাম্প।

Advertisements

জল-কাদাকে থোরাই ‘কেয়ার’! বাজারে আসছে কাওয়াসাকির এই দুর্ধর্ষ বাইক

Toyota Glanza Festival Edition-এর কারিগরি ক্ষেত্রে কোন পরিবর্তন ঘটানো হয়নি। এটি একটি ১.২ লিটার, ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ৮৮ বিএইচপি শক্তি এবং ১১৩ এনএম টর্ক উৎপন্ন হবে। মোটরকে সঙ্গ দিতে রয়েছে ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। আবার ৫-স্পিড এএমটি ট্রান্সমিশনের সঙ্গেও বেছে নেওয়া যাবে গাড়িটি। এর সিএনজি মডেলের আউটপুট ৭৬ বিএইচপি শক্তি এবং ৯৮.৫ এনএম টর্ক। এটি শুধুমাত্র ম্যানুয়াল গিয়ার সহ উপলব্ধ।