একি কাণ্ড! লঞ্চের আগেই Citroën Basalt-এর টপ-স্পেক ভ্যারিয়েন্টের দাম ফাঁস

সিট্রোয়েন ইন্ডিয়া (Citroën India) সম্প্রতি ভারতে তাদের একটি নতুন ক্যুপ এসইউভি মডেলের গাড়ি লঞ্চ করেছে। যার নাম – সিট্রোয়েন ব্যাসাল্ট (Citroën Basalt coupe SUV)। দাম…

Citroën-Basalt

সিট্রোয়েন ইন্ডিয়া (Citroën India) সম্প্রতি ভারতে তাদের একটি নতুন ক্যুপ এসইউভি মডেলের গাড়ি লঞ্চ করেছে। যার নাম – সিট্রোয়েন ব্যাসাল্ট (Citroën Basalt coupe SUV)। দাম রাখা হয়েছে ৭.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এটি গাড়িটির বেস মডেলের মূল্য। বাকি ভ্যারয়েন্টগুলির দাম পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছিল কোম্পানি। কিন্তু আচমকাই সিট্রোয়েন ব্যাসাল্টের টপ-এন্ড ভ্যারিয়েন্টের দর প্রকাশ পেয়েছে সংস্থার ওয়েবসাইটে। মনে করা হচ্ছে অসতর্কতা বশত এটি ঘটেছে।

Citroën Basalt-এর টপ-স্পেক ভ্যারিয়েন্টের দাম প্রকাশ্যে এল

   

যাই হোক, সিট্রোয়েন ব্যাসাল্ট-এর টপ-স্পেক ট্রিম কিনতে খরচ পড়বে ১৩.৫৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তবে মূল্য প্রকাশের কয়েক মুহূর্তের মধ্যেই ওয়েবসাইট থেকে তা তড়িঘড়ি সরিয়ে ফেলা হয়। পরবর্তীতেও যদি এই দামই ধার্য থাকে, তবে এই গাড়ি প্রতিদ্বন্দ্বীদের থেকে কয়েক কদম এগিয়ে থাকবে। ৭.৯৯ লক্ষ টাকা হচ্ছে ব্যাসাল্টের পেট্রোল ইঞ্জিন মডেলটির দাম। সেখানে টার্বো পেট্রোল ইঞ্জিনের দর ১০ লক্ষ টাকা থেকে শুরু হবে বলে অনুমান করা হচ্ছে। 

বাজারে সিট্রোয়েন ব্যাসাল্ট-এর একাধিক প্রতিপক্ষ রয়েছে। যার মধ্যে আছে – Hyundai Creta, Kia Seltos, Honda Elevate, Maruti Suzuki Grand Vitara, Toyota Urban Cruiser Hyryder ও MG Astor। Hyundai Creta ও Kia Seltos-এ উপস্থিত একটি ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ১১৩ বিএইচপি শক্তি এবং ১৪৪ এনএম টর্ক উৎপন্ন হয়। ৬-স্পিড ম্যানুয়াল ও একটি সিভিটি অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে বেছে নেওয়া যায়। অন্যদিকে Honda Elevate একটি ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিনে ছোটে। এর আউটপুট ১১৯ বিএইচপি এবং ১৪৫ এনএম টর্ক। এটি ৫-স্পিড ম্যানুয়াল এবং সিভিটি বিকল্পে উপলব্ধ। 

Bajaj Freedom 125: দিল্লিবাসীর জন্য সুখবর! এই বাইক কেনার বড় সুযোগ আনল বাজাজ

আবার Maruti Suzuki Grand Vitara ও Toyota Urban Cruiser Hyryder-তে বর্তমান একটি ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন। এটি থেকে পাওয়া যায় ১০২ বিএইচপি শক্তি এবং ১৩৭ এনএম টর্ক। ৫-স্পিড ম্যানুয়াল ও ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের সাথে কেনা যায়। সিট্রোয়েন ব্যাসাল্ট-এর অন্যতম প্রতিদ্বন্দ্বী MG Astor-এর ১.৫-লিটার পেট্রোল ইঞ্জিন থেকে ১০৮ বিএইচপি শক্তি এবং ১৪৪ এনএম টর্ক উৎপাদিত হয়। এটিও ৫-স্পিড ম্যানুয়াল ও একটি সিভিটি অটোমেটিক ট্রান্সমিশন সহ উপলব্ধ।