২৫০ সিসির সবচেয়ে সস্তার এই ৫টি মোটরসাইকেল দেখলেই কেনার ইচ্ছে জাগবে

কমিউটার মোটরসাইকেল (Motorcycle) তো বহুদিন চালালেন। এবার একটু বেশি সিসি’র বাইক চালিয়ে দেখতে পারেন। আরামের সঙ্গে স্টাইলের সংমিশ্রণে রাস্তায় ছুটে চলার মজা উপভোগ করতে চাইলে…

bajaj-pulsar-n250

কমিউটার মোটরসাইকেল (Motorcycle) তো বহুদিন চালালেন। এবার একটু বেশি সিসি’র বাইক চালিয়ে দেখতে পারেন। আরামের সঙ্গে স্টাইলের সংমিশ্রণে রাস্তায় ছুটে চলার মজা উপভোগ করতে চাইলে ২০০-২৫০ সিসি মডেলগুলি বেশ জনপ্রিয়। আবার এর ইঞ্জিনও বেশ শক্তিশালী। তাই আজকাল এই জাতীয় বাইকের চাহিদা তাৎপর্যপূর্ণ হারে বাড়তে দেখা যাচ্ছে। এতক্ষণে যদি আপনার মনে উক্ত সেগমেন্টের মোটরবাইক কেনার ইচ্ছে জাগে, তবে এই প্রতিবেদনটি আপনার জন্য। এখানে সবচেয়ে সস্তার সেরা ৫টি ২৫০ সিসি মোটরসাইকেলের সন্ধান দেওয়া রইল। 

Bajaj Pulsar N250

   

বাজাজ পালসার এন২৫০ বর্তমানে দেশের সবচেয়ে সস্তার ২৫০ সিসি বাইক। এটি কিনতে খরচ পড়ে ১.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। সম্প্রতি এটির নতুন ভার্সন লঞ্চ হয়েছে। ফিচার হিসেবে এতে যোগ হয়েছে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, থ্রি এবিএস মোড, ফুল ডিজিটাল রিভার্স এলসিডি এবং ব্লুটুথ কানেক্টিভিটি। 

Suzuki Gixxer 250

সস্তার ২৫০ সিসি মোটরসাইকেলের তালিকায় রয়েছে সুজুকি জিক্সার ২৫০। এটি কিনতে খরচ পড়ে ১.৮১ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এতে উপস্থিত একটি ২৪৯ সিসি অয়েল-কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এর হায়ার স্পেক ভ্যারিয়েন্টে আছে স্মার্টফোন কানেক্টিভিটি। এছাড়া উপস্থিত টার্ন-বাই-টার্ন নেভিগেশন, কল ও এসএমএস অ্যালার্ট। 

Husqvarna Vitpilen 250

হাস্কভার্না ভিটপিলেন ২৫০ হচ্ছে অন্যতম সস্তার কোয়ার্টার লিটার বাইক। এটির বর্তমান বাজারমূল্য ২.১৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। শক্তির উৎস হিসেবে রয়েছে একটি ২৪৯.০৭ সিসি, লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। ফিচার হিসেবে উপস্থিত এলইডি ইলুমিনেশন, একটি পাঁচ ইঞ্চি এলসিডি, ট্র্যাকশন কন্ট্রোল, রাইড-বাই-ওয়্যার, কুইকশিফটার+, সুইচেবল এবিএস এবং টাইপ-সি চার্জিং পোর্ট।

KTM 250 Duke

গত বছর শেষের দিকে বাজারে লঞ্চ হয়েছিল কেটিএম ২৫০ ডিউক। এর এখনকার দাম ২.৩৯ লক্ষ টাকা। একটি ২৪৮ সিসি ইঞ্জিনে ছোটে এই বাইক। Super Duke থেকে অনুপ্রাণিত হয়ে এই বাইকের ডিজাইন করা হয়েছে। ফিচার হিসেবে রয়েছে রাইড-বাই-ওয়্যার থ্রটল সিস্টেম, একটি স্লিপার ক্লাচ, একটি কুইক শিফটার এবং একটি ব্লুটুথ-চালিত পাঁচ ইঞ্চি এলসিডি।

হাতছাড়া হলেই পস্তাবেন! ২.৫০ লাখ ছাড়ে বাড়ি আনুন মারুতি সুজুকির এই এসইউভি

KTM 250 Adventure

সাশ্রয়ী মূল্যের মোটরসাইকেলের তালিকায় সর্বশেষ মডেলটি হচ্ছে কেটিএম ২৫০ অ্যাডভেঞ্চার। ২৫০ ডিউকের মত এটিও একটি ২৫০ সিসি প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে এসেছে। টল স্টান্স সহ এতে রয়েছে আপরাইট রাইডার ট্রায়াঙ্গেল। হার্ডয়্যার হিসেবে আছে ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক সাসপেনশন। এটি কিনতে খরচ পড়ে ২.৪৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)।