রাস্তায় পিছলে যাবে না, ট্রাকশন কন্ট্রোল সহ সেরা 5 বাইক এগুলি

হালফিলে ভারতীয় বাইকপ্রেমীদের মধ্য়ে সুরক্ষা ফিচারের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। নতুন মোটরসাইকেল কেনার আগে তাই বহু ক্রেতা সেফটি ফিচার্সগুলি খতিয়ে দেখে নিচ্ছেন। এই বৈশিষ্টগুলির মধ্য়ে অন্য়তম…

Bikes-with-Traction-Control

হালফিলে ভারতীয় বাইকপ্রেমীদের মধ্য়ে সুরক্ষা ফিচারের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। নতুন মোটরসাইকেল কেনার আগে তাই বহু ক্রেতা সেফটি ফিচার্সগুলি খতিয়ে দেখে নিচ্ছেন। এই বৈশিষ্টগুলির মধ্য়ে অন্য়তম হচ্ছে ট্রাকশন কন্ট্রোল (Traction Control) প্রযুক্তি। তবে বাজেটের মধ্য়ে থাকা খুব কম বাইকই রয়েছে, যেগুলিতে এই বৈশিষ্ট্য় অফার করা হয়। আজকের এই প্রতিবেদনে ৩ লক্ষের মধ্য়ে সেরা ৫টি মোটরবাইকের সন্ধান রইল।

Yamaha FZ-X

   

ট্রাকশন কন্ট্রোল সিস্টেম যুক্ত দেশের মধ্য়ে সবচেয়ে সস্তার মোটরসাইকেল হচ্ছে Yamaha FZ-X। এতে রয়েছে একটি ১৫০ সিসি ইঞ্জিন। এটি থেকে ৭,২৫০ আরপিএম গতিতে ১২ বিএইচপি শক্তি এবং ৫,৫০০ আরপিএম গতিতে ১৩ এনএম টর্ক উৎপন্ন হয়। আধুনিক বৈশিষ্ট্যের মধ্য়ে আছে এবিএস (একক চ্যানেল), ব্লুটুথ সংযোগ, এলইডি লাইটিং এবং একটি নেগেটিভ এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। বাইকটির দাম ১.৩৬ লক্ষ (এক্স-শোরুম, দিল্লি) থেকে শুরু হচ্ছে।

Bajaj Pulsar N250

একটি বড় ২৫০ সিসি ইঞ্জিন সহ Bajaj Pulsar N250 বেচে নেওয়া যায়। এটি কিনতে খরচ পড়ে ১.৫১ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এর অয়েল-কুলড ইঞ্জিন থেকে ৮,৫০০ আরপিএমে ২৪ বিএইচপি এবং ৬,৫০০ আরপিএমে ২১.৫ এনএম টর্ক উৎপাদিত হয়। ৫-স্পিড ট্রান্সমিশনের সঙ্গে রয়েছে স্লিপার এবং অ্যাসিস্ট ক্লাচ। এতে বৈশিষ্ট্য়ের তেলিকায় রয়েছে ডিআরএল, এবিএস রাইড মোড, ডুয়েল চ্যানেল এবিএস, ব্লুটুথ কানেক্টিভিটি এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশন সহ একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ও একটি প্রোজেক্টর এলইডি হেডল্যাম্প।

TVS Apache RTR 310

তালিকার তৃতীয় স্থানে রয়েছে TVS Apache RTR 310। তরুণ প্রজন্মের মধ্য়ে এই বাইক বেশ জনপ্রিয়। স্ট্রিটফাইটার স্টাইলের সঙ্গে রয়েছে দুর্দান্ত পারফরম্যান্স। বাই-এলইডি হেডল্যাম্প সেটআপ, অ্যাডজাস্টেবল লিভার, ৫টি রাইড মোড, থ্রটেল-বাই-ওয়্যার, ক্রুজ কন্ট্রোল এবং আরও আকর্ষণীয় ফিচার রয়েছে এতে। লিকুইড-কুল্ড ইঞ্জিন থেকে ৯,৭০০ আরপিএমে সর্বোচ্চ ৩৫ বিএইচপি এবং ৬,৬৫০ আরপিএমে ২৮.৭ এনএম টর্ক উৎপন্ন করে।

Triumph Speed 400

সম্প্রতি Triumph Speed 400 নয়া সংস্করণে লঞ্চ হয়েছে। এখন এটি অ্যাডজাস্টেবল লিভার, বড় টায়ার এবং রেসিং ইয়েলো সহ আরও চারটি নতুন কালার অপশন পেয়েছে। নতুন মডেলটির দাম ২.৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। এর ৪০০ সিসি, লিকুইড-কুলড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থেকে ৮,০০০ আরপিএমে ৩৯ বিএইচপি এবং ৬,৫০০ আরপিএমে ৩৭.৫ এনএম সর্বোচ্চ টর্ক পাওয়া যায়। এটি একটি ওয়াট স্লিপার ক্লাচ ও ৬-স্পিড ট্রান্সমিশন সহ বেছে নেওয়া যায়।

Maruti Suzuki WagonR-এর স্পেশাল এডিশন লঞ্চ হল, 10,000 টাকা বেশিতে পাবেন এই দারুণ ফিচার

Bajaj NS400 Z

ট্রাকশন কন্ট্রোল (Traction Control) সহ Bajaj NS400 Z বাজারে একটি অতি জনপ্রিয় বাইক। এখন এই বাইক কিনতে খরচ পড়ে ১.৮৫ লক্ষ টাকা  (এক্স-শোরুম)। এতে উপস্থিত ৩৭৩ সিসি, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থেকে ৮,৫০০ আরপিএম গতিতে ৩৯.৪ বিএইচপি শক্তি এবং ৭,০০০ আরপিএম গতিতে ৩৫ এনএম সর্বোচ্চ টর্ক পাওয়া যায়। মোটরের সঙ্গে সংযুক্ত ৬-স্পিড গিয়ারবক্স। এছাড়া রয়েছে এলসিডি ডিসপ্লেতে ল্যাপ টাইমার, ব্লুটুথ কানেক্টিভিটি এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশনের মতো বৈশিষ্ট্য।