EV Scooters: কম দামে পাঁচ ইভি স্কুটার, রইল সম্পূর্ণ তথ্য

সস্তায় ইলেকট্রিক স্কুটার (EV Scooters) নিতে চান তাহলে বেস্ট অপশন হতে পারে iVOOMi JeetX ZE। একেবারে কম দামে লঞ্চ করেছে এই স্কুটার। এতে 2.1kWh, 2.5kWh…

EV Scooters india girl

সস্তায় ইলেকট্রিক স্কুটার (EV Scooters) নিতে চান তাহলে বেস্ট অপশন হতে পারে iVOOMi JeetX ZE। একেবারে কম দামে লঞ্চ করেছে এই স্কুটার। এতে 2.1kWh, 2.5kWh এবং 3kWh তিনটি আলাদা আলাদা ব্যাটারি অপশনে পাওয়া যাবে। এই দুই মডেলে একাধিক অ্যাডভান্সড ফিচার দেওয়া হয়েছে।পাশাপাশি বেশ কিছু আধুনিক ফিচারও দেওয়া হয়েছে।

iVOOMi JeetX ZE ইলেকট্রিক স্কুটারের চারটি আলাদা আলাদা রঙের অপশন রয়েছে। এই স্কুটারের এক্স শোরুম প্রাইস ৭৯ হাজার ৯৯৯। এই প্রাইস রেঞ্জে এই ইভি স্কুটার Ola এবং Okinawa মতো কোম্পানিকে টক্কর দেবে।

   

এই ইলেকট্রিক স্কুটারে টার্ন-বয়-টার্ন নেভিগেশন, ব্লু-টুথ কানেকটিভিটির সাহায্য কল এবং মেসেজ নোটিফিকেশন পাবেন রাইডাররা। এছাড়াও রিয়েল টাইম অনুযায়ী ‘Distance To Empty’ এর মতো আধুনিক ফিচার পাবেন গ্রাহকরা। একবার ফুল চার্জে এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি ১৭০ কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জের সুবিধা দেবে।

Ola ইলেকট্রিকের এই স্কুটারের এক্স শোরুম প্রাইস ৬৯ হাজার ৯৯৯ টাকা। অনেকগুলো ভেরিয়েন্ট আছে। Ola S1X -এ 2kWh ব্যাটারি ফুল চার্জে ৯৫ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। অন্যদিকে 3kWh এর ব্যাটারিতে 143 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ অফার করতে পারে।

Ola S1X Plus Price: এই স্কুটারে 3kWh ব্যাটারি ভেরিয়েন্টের এক্স শোরুম প্রাইস 89,999 টাকা। ফুলচার্জে এই ইলেকট্রিক স্কুটার 151 কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং রেঞ্জ দেয়।

Okinawa R30 Price: Okinawa ইলেকট্রিক স্কুটারের এই মডেলটি 61,998 টাকায় কেনা যাবে। ব্যাটারি ফুল চার্জ হতে 4 থেকে 5 ঘণ্টা সময় লাগে। ড্রাইভিং রেঞ্জ মাত্র 60 কিলোমিটার।

Hero Electric Atria LX Price: Hero সংস্থার এই ইলেকট্রিক স্কুটার একবার ফুল চার্জে ৮৫ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। এক্স শোরুম প্রাইস মাত্র 77,690 টাকা।