অ্যাডভেঞ্চার করা যাবে চুটিয়ে! এ বছরই লঞ্চ হচ্ছে নতুন KTM 390 Adventure Enduro

অফিশিয়াল লঞ্চ যত এগিয়ে আসছে, KTM 390 Adventure ক্রেতামহলে ততই উদ্দীপনা ছড়াচ্ছে। এর আগে একাধিকবার টেস্টিং চলাকালীন ধরা দিয়েছে মোটরসাইকেলটি। এবারে আরও একবার এর মহড়া…

KTM-390-Adventure-Enduro

অফিশিয়াল লঞ্চ যত এগিয়ে আসছে, KTM 390 Adventure ক্রেতামহলে ততই উদ্দীপনা ছড়াচ্ছে। এর আগে একাধিকবার টেস্টিং চলাকালীন ধরা দিয়েছে মোটরসাইকেলটি। এবারে আরও একবার এর মহড়া চালানোর ছবি ফাঁস হল। এবারে বাইকটির Enduro মডেলের দর্শন পাওয়া গেছে। যা আকারের দিক থেকে কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার-এর (KTM 390 Adventure) তুলনায় ছোট।

KTM 390 Adventure-এর এন্ডুরা মডেলে রয়েছে ছোট হেডলাইট ও এন্ডুরা স্টাইল ফেন্ডার। আবার তুলনামূলক শার্প এক্সটেনশন ট্যাঙ্কের দেখা পাওয়া গেছে। এছাড়া রয়েছে সিঙ্গেল পিস স্লিম বেঞ্চ সিট ও ছিমছাম রিয়ার সেকশন। 

   

প্রসঙ্গত, নতুন KTM 390 Adventure-এ থাকছে একটি ৩৯৯ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। এই একই মোটর 390 Duke-এও উপস্থিত। এটি থেকে সর্বোচ্চ ৪৫.৩ বিএইচপি শক্তি এবং ৩৯ এনএম টর্ক পাওয়া যায়। তবে অ্যাডভেঞ্চার মডেলের আউটপুট ভিন্ন হতে পারে।

বাজারে আলোড়ন জাগাতে নতুন ভ্যারিয়েন্টে আসছে বাজাজ চেতক, কেমন হবে এই ই-স্কুটার?

হার্ডয়্যারের প্রসঙ্গে বললে, কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার এন্ডুরা-তে থাকছে একটি ইউএসডি ফ্রন্ট ফর্ক, মোনোশক সাসপেনশন, ২১ ইঞ্চি ফ্রন্ট ও ১৭ ইঞ্চি রিয়ার স্পোক হুইল। এর সঙ্গে থাকবে এবিএস, ট্রাকশন কন্ট্রোল। আবার ফুল এলইডি ইলুমিনেশন ও ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ হাজির হবে এই বাইক। 

সব ঠিকঠাক চললে আগামী কয়েক মাসের মধ্যেই ভারতের বাজারে পা রাখবে কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার (KTM 390 Adventure)। এর এন্ডুরা ট্রিমের দাম ৩.৮ লক্ষ টাকার (এক্স-শোরুম) কাছাকাছি রাখা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।