দারুণ খবর! ভারতে অবশেষে লঞ্চ হল টেসলার গাড়ি, দাম জেনে দেখুন কেনা সম্ভব কিনা!

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের বাজারে পা রাখল Tesla Model Y। বিশ্ববিখ্যাত ইলেকট্রিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলা তাদের সবচেয়ে জনপ্রিয় SUV মডেল দিয়ে দেশের…

Tesla Model Y Launched in India

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের বাজারে পা রাখল Tesla Model Y। বিশ্ববিখ্যাত ইলেকট্রিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলা তাদের সবচেয়ে জনপ্রিয় SUV মডেল দিয়ে দেশের বাজারে আত্মপ্রকাশ করল। মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (BKC) Tesla-র প্রথম ডিলারশিপ চালু হয়েছে এবং সেখান থেকেই শুরু হয়েছে বিক্রি। প্রিমিয়াম বৈদ্যুতিক গাড়ি Model Y-এর দাম ₹59.89 লক্ষ টাকা (এক্স-শোরুম, মুম্বাই) থেকে শুরু হচ্ছে।

Tesla Model Y থাকবে দুইটি ভ্যারিয়েন্ট

ভারতীয় বাজারে Tesla Model Y-এর Rear-Wheel Drive (RWD) এবং Long Range RWD – এই দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। Long Range RWD সংস্করণের দাম রাখা হয়েছে ₹67.89 লক্ষ (এক্স-শোরুম, মুম্বাই)। গাড়িটি প্রিমিয়াম সেগমেন্টে Tesla-র প্রবেশকে চিহ্নিত করছে, যা আগত দিনে দেশের EV মার্কেটের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে।

   

স্বয়ংচালিত কি এই Tesla?

অনেকেই ভাবছেন, টেসলার এই গাড়ি বুঝি স্বয়ংক্রিয়ভাবে চলবে। এই প্রসঙ্গে টেসলা জানিয়েছে, এই গাড়িতে এখনই সম্পূর্ণ স্বয়ংচালিত প্রযুক্তি (Full Self-Driving) প্রদান করা হচ্ছে না। এটি চাইলে অতিরিক্ত ₹6 লক্ষ খরচ করে সক্রিয় করা যাবে। সংস্থার ওয়েবসাইটেও উল্লেখ করা হয়েছে, বর্তমানে যে স্বয়ংক্রিয় ফিচারগুলি দেওয়া হচ্ছে, সেগুলির জন্য চালকের সক্রিয় নজরদারি আবশ্যক। তবে এই প্রযুক্তিগুলি টেসলা-র ওভার-দ্য-এয়ার আপডেটের মাধ্যমে ধাপে ধাপে উন্নত করা হবে।

Triumph Scrambler 400 XC নিয়ে বড় ঘোষণা সংস্থার, আগ্রিম বুকিং করে থাকলে সুখবর রয়েছে!

Tesla Model Y ডিজাইনের দিক থেকে অত্যন্ত মিনিমালিস্ট ও আধুনিক। এটি মূলত Model 3-এর ভিত্তিতে তৈরি হলেও, SUV ফর্ম ফ্যাক্টরের জন্য উচ্চতর স্টান্স, প্যানোরামিক গ্লাস ছাদ, ও আরও স্পোর্টি কুপ-লাইক সিলহুয়েট এতে দেখা যায়। গাড়ির এক্সটেরিয়র ডিজাইন অত্যন্ত পরিষ্কার, ফ্লাশ ডোর হ্যান্ডেল, স্লিম হেডল্যাম্প, ও এরোডাইনামিক আকৃতি এই গাড়িকে দেয় প্রিমিয়াম লুক ও ব্যবহারিক সুবিধা।

Advertisements

স্পেসিফিকেশন ও রেঞ্জ

ভারতে Model Y-এর RWD সংস্করণে দুটি ব্যাটারি বিকল্প থাকছে—60kWh ও 75kWh। একটিমাত্র ইলেকট্রিক মোটর থেকে মিলবে প্রায় 295 হর্সপাওয়ার। 60kWh ব্যাটারির WLTP রেঞ্জ 500 কিমি, এবং Long Range সংস্করণটি 622 কিমি পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। 0 থেকে 100 কিমি/ঘণ্টা গতি তুলতে সময় লাগবে মাত্র 5.9 সেকেন্ড। শুধু তাই নয়, ১৫ মিনিটের চার্জে গাড়িটি ২৩৮ থেকে ২৬৭ কিমি পর্যন্ত রেঞ্জ দিতে পারে বলে দাবি করা হয়েছে।

Model Y-তে থাকছে ৭টি এক্সটেরিয়র রঙ ও ২টি ইন্টেরিয়র ট্রিম। সামনে রয়েছে ১৫.৪ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট ডিসপ্লে এবং পেছনে একটি ৮ ইঞ্চির ডিসপ্লে, যা পেছনের যাত্রীদের জন্য। এছাড়া রয়েছে পাওয়ার অ্যাডজাস্টেবল ফ্রন্ট সিট, স্টিয়ারিং কলাম, ডুয়াল-জোন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ১৯ ইঞ্চি ক্রসফ্লো হুইল, অ্যাকোস্টিক গ্লাস, ফিক্সড গ্লাস রুফ এবং পাওয়ার রিয়ার লিফটগেট।

ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে Tesla Model Y-এর আগমন নিঃসন্দেহে একটি বড় ঘটনা। যদিও সম্পূর্ণ স্বয়ংচালিত অভিজ্ঞতা পেতে এখনও সময় লাগবে, তবে প্রযুক্তির ধারায় Tesla ইতিমধ্যেই নতুন এক দিগন্তের সূচনা করেছে।