বড় খবর! ভারতে Tesla-র অভিষেক, ১৫ জুলাই মুম্বাইয়ে প্রথম এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধন

বিশ্ববিখ্যাত ইলেকট্রিক গাড়ি নির্মাতা Tesla অবশেষে ভারতে আনুষ্ঠানিকভাবে পদার্পণ করতে চলেছে। আগামী ১৫ জুলাই মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স (BKC)-এ কোম্পানি তাদের প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন…

Tesla to launch its first experience centre

বিশ্ববিখ্যাত ইলেকট্রিক গাড়ি নির্মাতা Tesla অবশেষে ভারতে আনুষ্ঠানিকভাবে পদার্পণ করতে চলেছে। আগামী ১৫ জুলাই মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স (BKC)-এ কোম্পানি তাদের প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন করবে। এই এক্সপেরিয়েন্স সেন্টারের মাধ্যমে টেসলা ভারতীয় বাজারে তাদের প্রবেশকে চিহ্নিত করবে এবং এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ির বাজারে তাদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হিসেবে ধরা হচ্ছে।

Tesla-র জন্য আসতে পারেন এলন মাস্ক

এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে টেসলার CEO এলন মাস্কের উপস্থিতির সম্ভাবনা নিয়েও জল্পনা শুরু হয়েছে। যদিও কোম্পানির তরফে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে ভারতের প্রথম এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধনে তাঁর অংশগ্রহণ বিস্ময়কর হবে না।

   

পরবর্তী গন্তব্য কোথায়?

মুম্বাইয়ের পর দিল্লিতে Tesla-র দ্বিতীয় এক্সপেরিয়েন্স সেন্টার খোলার সম্ভাবনা রয়েছে। Tesla ইতিমধ্যে তাদের মডেল Y গাড়ি চীনের সাংহাই ফ্যাক্টরি থেকে আমদানি করা শুরু করেছে এবং কয়েকটি গাড়ি ইতিমধ্যেই মুম্বাই বন্দরে পৌঁছে গিয়েছে। এর মাধ্যমে Tesla ভারতের রিটেল অপারেশনের সূচনা করছে বলেই ধরে নেওয়া হচ্ছে।

Renault Boreal SUV-র জমকালো আত্মপ্রকাশ! ২০২৬-এ ভারতে আসছে এর ৭-সিটার ভার্সন

টেসলার জনপ্রিয় বৈদ্যুতিক SUV Model Y গাড়িগুলিকে ইতিমধ্যেই কর্ণাটকের নম্বরপ্লেট সহ ভারতীয় রাস্তায় টেস্ট ড্রাইভে দেখা গেছে। ধনকুবেরের সংস্থা ইতিমধ্যেই বেঙ্গালুরুতে একটি অফিস খুলেছে এবং গুরগাঁও ও কর্ণাটকে গুদামঘর খোঁজার কাজ চলছে।

Advertisements

Model Y: বৈশিষ্ট্য ও সম্ভাব্য দাম

মডেল Y গ্লোবাল মার্কেটে টেসলার সবচেয়ে বেশি বিক্রি হওয়া ইলেকট্রিক গাড়ি। এটি যুক্তরাষ্ট্রে $44,990 ডলারে বিক্রি হয়। তবে ভারতের মতো মূল্যে সংবেদনশীল বাজারে টেসলা-কে আকর্ষণীয় দামে গাড়ি নিয়ে আসতে হবে। গাড়িটিতে রয়েছে অল-হুইল ড্রাইভ সেটআপ ও লং-রেঞ্জ ব্যাটারি, যার EPA অনুমোদিত রেঞ্জ ৫২৬ কিমি এবং সর্বোচ্চ গতি ২০০ কিমি/ঘণ্টা। ০ থেকে ৯৬ কিমি/ঘণ্টায় পৌঁছাতে এটি সময় নেয় মাত্র ৪.৬ সেকেন্ড।

মডেল Y-তে থাকছে ইলেকট্রিকালি অ্যাডজাস্টেবল হিটিং ও কুলিং সিট, ১৫-স্পিকার প্রিমিয়াম অডিও সিস্টেম, হ্যান্ডস-ফ্রি টেলগেট এবং আটটি এক্সটার্নাল ক্যামেরার সাহায্যে তৈরি অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্টেন্স সিস্টেম। এতে থাকছে অটোমেটিক এমার্জেন্সি ব্রেকিং, ফরওয়ার্ড কলিশন অ্যালার্ট, ব্লাইন্ড স্পট মনিটরিং এবং লেন কিপিং অ্যাসিস্ট-এর মতো নিরাপত্তা বৈশিষ্ট্য।

প্রসঙ্গত, Tesla-র এই অভিষেকের মাধ্যমে ভারতীয় ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন উত্তেজনা তৈরি হয়েছে, এবং ক্রেতাদের জন্য এটি এক দারুণ সুযোগ হয়ে উঠতে পারে বিশ্বমানের প্রযুক্তিকে ঘরের মাটিতে অনুভব করার।