এ রাজ্যে যানবাহনে নয়া ট্যাক্স, গাড়ি কেনার খরচ কতটা বাড়ল এখন

পাঞ্জাবে বাড়ল গাড়ির ট্যাক্স। যাত্রীবাহী গাড়ি ও টু হুইলারের কর বৃদ্ধির কথা সম্প্রতি ঘোষণা করে জানিয়েছে পাঞ্জাব সরকার। ফলে সে রাজ্যে এবার গাড়ি, মোটরসাইকেল ও…

Vehicle Tax

পাঞ্জাবে বাড়ল গাড়ির ট্যাক্স। যাত্রীবাহী গাড়ি ও টু হুইলারের কর বৃদ্ধির কথা সম্প্রতি ঘোষণা করে জানিয়েছে পাঞ্জাব সরকার। ফলে সে রাজ্যে এবার গাড়ি, মোটরসাইকেল ও স্কুটি কেনার খরচ বৃদ্ধি পেল। এখন অতিরিক্ত কত গাটের কড়ি ফেলতে হবে চলুন জেনে নেওয়া যাক।

পাঞ্জাবে বাড়ল গাড়ির ট্যাক্স

   

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্যাসেঞ্জার ভেহিকেল ও টু হুইলারের দামের ০.৫ শতাংশ থেকে ১ শতাংশ কর (Vehicle Tax) হিসেবে নেওয়া হবে। উৎসবের মরশুম শুরু হওয়ার আগে গাড়ির দাম বেড়ে যাওয়ায় বিক্রিতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। 

পাঞ্জাব পরিবহণ দপ্তর সূত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৫ লক্ষ টাকা পর্যন্ত দামের প্যাসেঞ্জার ভেহিকেলে কর ৯ শতাংশ থেকে বাড়িয়ে ৯.৫ শতাংশ করা হয়েছে। তার জেরে করের পরিমাণ ৭,০০০ টাকা থেকে ২০,০০০ টাকার মধ্যে পড়বে। 

অন্যদিকে, ১৫ লক্ষ থেকে ২৫ লক্ষের মধ্যে মূল্যের গাড়িতে কর ১১ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১২ শতাংশ। পরিবহণ দপ্তরের পক্ষ থেকে আরও একটি বিভাগের উল্লেখ করা হয়েছে। সেটি হচ্ছে ২৫ লক্ষের বেশি মূল্যের গাড়ি। এতে এখন দামের ১৩ শতাংশ কর হিসেবে দিতে হবে। 

রেঞ্জ বাড়বে, ব্যাটারি হবে দীর্ঘজীবী, খেল দেখাতে আসছে নতুন ভার্সনের Bajaj Chetak

আবার টু হুইলারের ক্ষেত্রে জানানো হয়েছে, ১ লক্ষের মধ্যে দাম হলে ৭.৫ শতাংশ কর (Vehicle Tax) দিতে হবে। আগে যেখানে ৭ শতাংশ ট্যাক্স দিতে হত। আবার বাইক বা স্কুটির দাম যদি ১ লক্ষ থেকে ২ লক্ষের মধ্যে হয়, তাহলে দামের ১০ শতাংশ কর জমা করতে হবে। এছাড়া প্রিমিয়াম সেগমেন্ট অর্থাৎ বাইকের মূল্য ২ লক্ষ টাকার বেশি হলে দিতে হবে ১১ শতাংশ ট্যাক্স। শীঘ্রই এই নতুন কর লাগু হবে বলে জানানো হয়েছে।