Tata Tiago EV কিনুন 75,000 টাকা ডিসকাউন্টে, অফার সীমিত সময়ের

ভারতে ছোট ইলেকট্রিক গাড়ির বাজারে Tata Tiago EV-র জনপ্রিয়তা প্রতিপক্ষদের ঈর্ষার কারণ। দীপাবলির আগে এই গাড়িতে লোভনীয় ডিসকাউন্ট ও সঙ্গে কিছু সুযোগ সুবিধা দেওয়ার কথা…

ভারতে ছোট ইলেকট্রিক গাড়ির বাজারে Tata Tiago EV-র জনপ্রিয়তা প্রতিপক্ষদের ঈর্ষার কারণ। দীপাবলির আগে এই গাড়িতে লোভনীয় ডিসকাউন্ট ও সঙ্গে কিছু সুযোগ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করল টাটা মোটরস (Tata Motors)। কোম্পানির তরফে জানানো হয়েছে এই গাড়ি এখন কিনলে ৭৫,০০০ টাকা সাশ্রয় করা যাবে। এছাড়া টাটা পাওয়ার স্টেশন (Tata Power Stations) থেকে ছয় মাসের জন্য বিনামূল্যে চার্জ করানোর সুবিধাও মিলবে।

অফারের প্রসঙ্গে বিস্তারিত জানতে টাটার নিকটবর্তী ডিলারশিপে যোগাযোগ করার পরামর্শ রইল আমাদের পক্ষ থেকে। তবে টাটা জানিয়েছে, এই অফার ৩১ অক্টোবর পর্যন্ত বৈধ থাকছে। অর্থাৎ হাতে রয়েছে আর মাত্র ক’দিন। নভেম্বর থেকে অফারের সুবিধা বন্ধ করে দেওয়া হবে। 

প্রসঙ্গত, Tata Tiago EV দু’ধরনের ব্যাটারির বিকল্পে বেছে নেওয়া যায়। ১৯.২ কিলোওয়াট আওয়ার এবং ২৪ কিলোওয়াট আওয়ার। এগুলি লিকুইড কুল্ড প্রযুক্তির। গাড়িটির মিড এবং লং রেঞ্জ ভ্যারিয়েন্ট ফুল চার্জে যথাক্রমে ২২১ কিলোমিটার এবং ২৭৫ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে বলে দাবি টাটার। 

Advertisements

তরুণ প্রজন্মের জন্য স্পেশাল এডিশনের বাইক আনল ডুকাটি, মাত্র ৫০০ জন কিনতে পারবেন

Tata Tiago EV পাঁচটি রঙের বিকল্পে বেছে নেওয়া যায় – সিগনেচার টিল ব্লু, ডেটোনা গ্রে, ট্রপিকাল মিস্ট, প্রিস্টাইন হোয়াইট এবং মিডনাইট প্লাম। ব্যাটারি এবং মোটরে আট বছর অথবা ১.৬ লক্ষ কিলোমিটার (যেটি আগে হবে) ওয়ারেন্টি অফার করা হয়। আবার সমগ্র গাড়িতে রয়েছে তিন বছর অথবা ১.২৫ লক্ষ কিলোমিটার ওয়ারেন্টি। মিড এবং লং রেঞ্জের আউটপুট যথাক্রমে ৬০ বিএইচপি ও ১১০ এনএম টর্ক এবং ৭৩ বিএইচপি ও ১১৪ এনএম টর্ক।