বিগত ক’মাস ধরে ভারতের সাব-কম্প্যাক্ট এসইউভি গাড়ির বাজারে Tata Nexon একচেটিয়া রাজত্ব করে চলেছে। বেচাকেনার দিক থেকে এটিই সবার থেকে এগিয়ে। টাটা মোটরস (Tata Motors) বর্তমানে নেক্সন একাধিক জ্বালানির বিকল্পে এই গাড়ি অফার করে। আবার হরেক ট্রান্সমিশন অপশনেও বেছে নেওয়া যায়। আকর্ষণের বিষয়, এবারে প্যানোরামিক সানরুফ সহ লঞ্চ হল Nexon।
উল্লেখ্য, Tata Nexon-এর এই বিপুল জনপ্রিয়তার নেপথ্যে রয়েছে এতে উপলব্ধ একগুচ্ছে আধুনিক ফিচার্স। এতদিন গাড়িটি সিঙ্গেল পেন সানরুফ সহ বেছে নেওয়া যেত। তবে এখন থেকে প্যানোরামিক সানরুফ সহ কেনা যাবে নেক্সন। তবে গাড়িটির আইসিই মডেলের কয়েকটি হায়ার ট্রিমে এই বৈশিষ্ট্য উপলব্ধ হয়েছে। ফলে দেশের মধ্যে Mahindra XUV 3XO-এর পর এটিই দ্বিতীয় সাব-কম্প্যাক্ট এসইউভি যাতে এই ফিচার দেওয়া হয়েছে।
Honda Activa Electric বৈদ্যুতিক স্কুটারের বাজারে Ola, TVS-এর ঘুম কাড়বে, নতুন বছরেই লঞ্চ
প্যানোরামিক সানরুফ সহ Tata Nexon
জানিয়ে রাখি, Tata Nexon-এর কেবল Fearless+ ট্রিমে দেওয়া হয়েছে এই প্যানোরামিক সানরুফ ফিচার। মডেলটির পেট্রোল ম্যানুয়াল ভ্যারিয়েন্টের দাম ১৩.৬০ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এটি আবার পেট্রোল অটোমেটিক, ডিজেল ম্যানুয়াল এবং ডিজেল অটোমেটিক ভ্যারিয়েন্টে উপলব্ধ রয়েছে। প্যানোরামিক সানরুফ, ভয়েসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। এই ফিচার যুক্ত মডেলে দেওয়া হয়েছে ৮টি স্পিকার সহ JBL অডিও সাউন্ড সিস্টেম।
লঞ্চের আগে Royal Enfield Interceptor Bear 650-এর কালার অপশন প্রকাশ্যে এল, জেনে নিন
এদিকে গত বছর প্যানোরামিক সানরুফ সহ আগের মাসে Nexon iCNG লঞ্চ করেছিল টাটা মোটরস। এর Creative+ ট্রিমে এই বৈশিষ্ট্য অফার করা হয়েছে। এর দাম ১২.৮০ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। এটি দেশের মধ্যে প্রথম সিএনজি মডেল যাতে প্যানোরামিক সানরুফ অফার করা হয়েছে।
Tata Nexon, Nexon CNG পাওয়ারট্রেন স্পেসিফিকেশন
Tata Nexon-এর আইসিই দু’ধরণের ইঞ্জিন অপশনে বেছে নেওয়া যায় – ১.২ লিটার টার্বোচার্জড পেট্রোল এবং ১.৫ লিটার ডিজেল ইউনিট। প্রথমটি থেকে ১১৮ বিএইচপি শক্তি এবং ১৭০ এনএম টর্ক উৎপন্ন হয়। যেখানে দ্বিতীয় মডেলের আউটপুট ১১৪ বিএইচপি শক্তি এবং ২৬০ এনএম টর্ক। ট্রান্সমিশন বিকল্পগুলির মধ্যে রয়েছে ৫-গতির ম্যানুয়াল, ৬-স্পিড ম্যানুয়াল, ৬-ধাপ এএমটি এবং ৭-গতির ডুয়েল-ক্লাচ অটোমেটিক। নেক্সনের সিএনজি সংস্করণে ১.২-লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন উপলব্ধ। যা ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স সহ বেছে নেওয়া যায়। এর আউটপুট ১০০ বিএইচপি এবং ১৭০ এনএম টর্ক।