সিএনজি ভার্সনে বাজার তোলপাড় করতে পুজোর আগেই আসছে টাটা নেক্সন

যাত্রীবাহী গাড়ির বাজারে চমক দেওয়ার ক্ষেত্রে টাটা মোটরসের (Tata Motors) জবাব নেই। কিছুদিন অন্তর ক্রেতাদের উদ্দীপনার আগুনে ঘৃতাহুতি দিতে সিদ্ধহস্ত তারা। সামনেই উৎসবের মরশুম শুরু…

Tata-Nexon-CNG

যাত্রীবাহী গাড়ির বাজারে চমক দেওয়ার ক্ষেত্রে টাটা মোটরসের (Tata Motors) জবাব নেই। কিছুদিন অন্তর ক্রেতাদের উদ্দীপনার আগুনে ঘৃতাহুতি দিতে সিদ্ধহস্ত তারা। সামনেই উৎসবের মরশুম শুরু হতে চলেছে। ঠিক তার আগে টাটা আনছে নতুন সিএনজি গাড়ি। দেশের বেস্ট-সেলিং এসইউভি টাটা নেক্সন-কে সিএনজি (Tata Nexon CNG) ভার্সনে আনা হচ্ছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, পরিবেশবান্ধব এই মডেলে থাকছে আটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন বা এএমটি টেকনোলজি। 

জানিয়ে রাখি, এই একই প্রযুক্তি টাটার আরও দুই গাড়িতে রয়েছে। এগুলি হল – Tiago CNG ও Tigor CNG। এবারে সেই তালিকায় নাম ওঠাতে চলেছে Tata Nexon CNG-AMT। বাকি মডেলগুলির মতো এতেও থাকছে টুইন-সিএনজি সিলিন্ডার। ফলে বড়সড় বুট স্পেসের সুবিধা পাওয়া যাবে। এর সঙ্গে এএমটি প্রযুক্তি মাইলেজ বৃদ্ধিতে ও ক্লাচ-বিহীন ড্রাইভিংয়ে সহায়তা করবে। চলুন টাটা নেক্সন সিএনজি-র সম্ভাব্য বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক। 

   

নতুন TVS Jupiter নাকি Honda Activa? কোন স্কুটি আপনার জন্য উপযুক্ত দেখুন

Tata Nexon CNG : পাওয়ারট্রেন ও স্পেসিফিকেশন

Tata Nexon CNG হরেক রকম ট্রান্সমিশন বিকল্পে আসতে পারে – ফাইভ-স্পিড ম্যানুয়াল ও এএমটি ইউনিট। শক্তির উৎস হিসেবে এতে একটি ১.২ লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন দেওয়া হতে পারে। যা সিএনজি-তেও চলতে সক্ষম হবে। এর আওউটপুট ১১৮ বিএইচপি ও ১৭০ এনএম টর্ক হতে পারে। 

প্রসঙ্গত, টাটা মোটরস এখনও পর্যন্ত আসন্ন নেক্সন সিএনজি (Tata Nexon CNG) প্রসঙ্গে অফিসিয়ালি কিছু জানায়নি। তাই এখনই এর দাম সম্পর্কেও ধারণা করা মুশকিল। অনুমান করা হচ্ছে, স্ট্যান্ডার্ড ভার্সনের চাইতে এর মূল্য ৮০,০০০ টাকার সামান্য বেশি বাড়ানো হতে পারে। বাজারে গাড়িটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে রয়েছে Maruti Suzuki Brezza CNG।