ভারতীয় বাজারে গাড়ি নির্মাণকারী সংস্থা গুলির মধ্যে অন্যতম হলো টাটা গোষ্ঠী। স্বাধীনতার শুরু থেকে ভারতের সাধারণ মানুষকে বিভিন্নভাবে পরিষেবা দিয়ে আসছে টাটা। মূলত, লবণ থেকে ইস্পাত সমস্ত কিছুই তৈরি করে এই সংস্থা। অন্যদিকে দেশের মানুষের ভরসা স্থল হল টাটা গোষ্ঠী কারণ বহু যুগ ধরে তারা নিজেদের তৈরি বিভিন্ন সামগ্রী দিয়ে দেশের মানুষকে সাহায্য করে চলেছে।
আর টাটা গোষ্ঠীর মধ্যে অন্যতম হলো টাটা মোটরস যারা দীর্ঘদিন ধরে ভারতীয় বাজারে চার চাকা গাড়ি নির্মাণ করে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি আধিকারিক এবং সেনাবাহিনীকে সুরক্ষা দিয়ে আসছে। এক কথায় বলা যেতে পারে দেশের হৃদ স্পন্দন হলো টাটা মোটরস। সম্প্রতি দেশের কল্যাণী তারা নিয়ে এসেছে একের পর এক বিদ্যুৎ চালিত গাড়ি দেশের সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
তবে এবার নিজেদের তৈরি গাড়ির দাম বৃদ্ধি করতে চলেছে টাটা মোটরস। সম্প্রতি সংস্থার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যাতে বলা হয়েছে ১লা মে অর্থাৎ আজ থেকেই সমস্ত যাত্রীবাহী গাড়িতেই ০.৬ শতাংশ হারে দাম বৃদ্ধি করা হবে। তার কারণ হিসেবে অবশ্য বলা হয়েছে, গাড়ি নির্মাণের খরচ আগে থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে ঠিক সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে টাটা মোটরস।
বর্তমানে টাটা মোটরস নির্মিত গাড়িগুলির মধ্যে বেশ অসংখ্য গাড়ি রয়েছে যার ন্যূনতম দাম 5 লক্ষ টাকা থেকে শুরু করে ৩০ লক্ষ টাকা পর্যন্ত এইসব গাড়ির উপরেই ০.৬ শতাংশ হারে টাকা বৃদ্ধি করা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, চলতি বছর bs6 প্রযুক্তি করেছে কেন্দ্রীয় সরকার তারপরেই এমন সিদ্ধান্ত নিল টাটা মোটরস।