HomeBusinessAutomobile NewsTata Motors: এপ্রিলে ‍‍‘মোদী’র সানন্দে বৈদ্যুতিক গাড়ি তৈরির পরিকল্পনা টাটার

Tata Motors: এপ্রিলে ‍‍‘মোদী’র সানন্দে বৈদ্যুতিক গাড়ি তৈরির পরিকল্পনা টাটার

- Advertisement -

গুজরাতের সানন্দে তাদের নতুন কারখানায় বিভিন্ন ধরনের গাড়ি তৈরির পরিকল্পনার বার্তা দিল টাটা মোটরস (Tata Motors)। আগামী এপ্রিল থেকে সেখানে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন শুরু করার কথা জানাল তারা।

বিরোধী রাজনৈতিক আন্দোলনের জেরে বাম আমলে সিঙ্গুর থেকে প্রস্তাবিত ন্যানো গাড়ির কারখানা গুটিয়ে সানন্দে চলে গিয়েছিল টাটা গোষ্ঠীর সংস্থাটি। এবার পূর্ণ উৎপাদন ক্ষমতা ব্যবহারের পরে নতুন কারখানার কথা ভাবতে হয়েছে তাদের। ইতিমধ্যে ফোর্ড ইন্ডিয়া সানন্দে তাদের কারখানাটি বিক্রির কথা জানালে তখন ৭২৫.৭ কোটি টাকায় সেটি কিনে নেয় টাটা মোটরস।

   

সম্প্রতি টাটা মোটরস ও টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটির এমডি শৈলেশ চন্দ্র জানিয়েছেন, ইতিমধ্যেই ওই কারখানায় গাড়ি তৈরি শুরু হয়েছে। চালু গাড়ির পাশাপাশি বৈদ্যুতিক ও নতুন গাড়িও তৈরি হবে এ বার ৷ তিনি বলেছেন, “এপ্রিল থেকে নেক্সন গাড়ির মাধ্যমে সেখানে বৈদ্যুতিক গাড়ি তৈরি শুরু হচ্ছে।” পরের ধাপে এ বছরের দ্বিতীয় বা তৃতীয় ত্রৈমাসিকে বৈদ্যুতিকের আর একটি মডেল কার্ডের উৎপাদন শুরু হওয়ার কথা। বছরের শেষে বৈদ্যুতিক হেরিয়র এবং প্রথাগত জ্বালানিতে চলা কার্ড উৎপাদন শুরু হতে পারে।

ইউএস-ভিত্তিক একটি ইভি মেজরকে কনসেশন দেওয়ার বিষয়ে আলোচনায় প্রসঙ্গে , চন্দ্র স্পষ্ট করে বলেন, “আমাদের অবস্থান খুবই সহজ যে আমরা কোনও নির্দিষ্ট প্রতিযোগীকে নিয়ে চিন্তিত নই৷ যে কোনও প্রতিযোগী ইভি স্পেসে অংশগ্রহণ করে স্থানীয়করণ বা চার্জিংয়ে পরিকাঠামো উন্নয়নে অগ্রিম বিনিয়োগে প্রস্তুত হলে স্বাগত।” তিনি আরও বলেন, “আমরা প্রতিযোগিতায় ভীত নই… আমরা কার্যকরভাবে প্রতিযোগিতার সঙ্গে মোকাবিলা করছি, আমরা যা চাই সেটা হল একটি সমান খেলার ক্ষেত্র।”

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular