Tata Altroz EV আপাতত বাজারে আসছে না। এই সপ্তাহেই টাটা মোটরস (Tata Motors) ভারতের বাজারে নতুন আপডেটেড Altroz প্রিমিয়াম হ্যাচব্যাক লঞ্চ করেছে, যার প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য রাখা হয়েছে ৬.৯৮ লাখ। এই হ্যাচব্যাক এখন পেট্রোল, ডিজেল এবং সিএনজি (CNG) – তিনটি ফুয়েল অপশনে পাওয়া যাচ্ছে। গিয়ারবক্স অপশনের মধ্যে রয়েছে ম্যানুয়াল, অটোমেটিক এবং AMT। Altroz বর্তমানে দেশের একমাত্র প্রিমিয়াম হ্যাচব্যাক, যেটি ডিজেল ইঞ্জিনের সঙ্গে উপলব্ধ। তবে বহুদিন ধরেই জল্পনা চলছিল যে, Tata এই গাড়িটির একটি ইলেকট্রিক ভার্সন নিয়েও কাজ করছে। সেই Altroz EV আপাতত আর বাজারে আসছে না – সম্প্রতি খোদ সংস্থাই এই ঘোষণা করেছে।
Tata Altroz EV আসছে না
টাটার প্যাসেঞ্জার ভেহিকল ডিভিশনের ম্যানেজিং ডিরেক্টর শৈলেশ চন্দ্র সম্প্রতি সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছেন যে, Tata Altroz EV আপাতত বাজারে আনা হচ্ছে না। কারণ, সংস্থা যে মূল্যের পরিসরে গাড়িটি লঞ্চ করার কথা ভাবছিল, সেই ৮-১৫ লাখ সেগমেন্ট বর্তমানে বহু মডেল রয়েছে। যেমন – Tiago EV, Punch EV এবং Nexon EV। তাই সংস্থার মতে, এখন Altroz EV আনার জন্য উপযুক্ত সময় নয়।
‘গডজিলা’ নামেই পরিচিত, স্টাইলে ভরপুর এই স্পোর্টস কার মন্ত্রমুগ্ধ করবে!
উৎপাদন স্তরে পৌঁছেও থামল প্রকল্প
Tata Altroz EV প্রকল্প একেবারে পরিকল্পনার প্রথম ধাপে ছিল না। টাটা ইতিমধ্যেই এই গাড়ির একটি উৎপাদনের জন্য প্রস্তুত এমন একটি মডেলের প্রোটোটাইপ প্রদর্শন করেছিল। তবে পরিস্থিতির পরিবর্তনে এবং EV ইন্ডাস্ট্রির নতুন গতিপথে, সংস্থা এই প্রকল্প আপাতত স্থগিত করেছে। শৈলেশ চন্দ্র জানিয়েছেন, “যখন আমাদের কাছে ইতিমধ্যেই ₹৮-১৫ লাখ মূল্যের তিনটি সফল EV রয়েছে, তখন একই সেগমেন্টে চতুর্থ গাড়ি নিয়ে আসার যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না।”
পুরোপুরি বাতিল নয় Altroz EV, ভবিষ্যতে ফিরতে পারে
প্রকল্প স্থগিত হলেও টাটা স্পষ্ট করেছে যে, এটি স্থায়ীভাবে বাতিল করা হয়নি। সংস্থার মতে, ভবিষ্যতে যদি বাজারের পরিবেশ ও গ্রাহকদের চাহিদা Altroz EV-এর জন্য উপযুক্ত হয়, তাহলে গাড়িটি ফের আনা হবে। “আমরা ভবিষ্যতে এই গাড়িকে পুনরায় বাজারে আনার দরজা পুরোপুরি বন্ধ করছি না। পরিস্থিতি অনুকূল হলে Altroz EV বাজারে আসবে,” বলেও জানান চন্দ্র।
জোরকদমে চলছে পরীক্ষা, জুনের শুরুতেই বাজারে আসছে টাটার ইলেকট্রিক SUV
প্রসঙ্গত, টাটা মোটরস দেশের অন্যতম সফল ইলেকট্রিক গাড়ি নির্মাতা সংস্থা। তারা যেভাবে EV বাজারে এগিয়ে যাচ্ছে, তাতে Tata Altroz EV একটি প্রতিশ্রুতিশীল সংযোজন হতে পারত। তবে বাজারের প্রতিযোগিতা এবং কৌশলগত কারণেই আপাতত গাড়িটিকে থামিয়ে রাখা হয়েছে। EV প্রেমীদের জন্য এটি সাময়িক হতাশার হলেও, ভবিষ্যতের জন্য আশার আলো এখনও জ্বলছে।