নতুন লঞ্চ হওয়া Swift CNG নাকি Tiago CNG, কোন গাড়িটি বেশি ভালো?

পরিবেশের প্রতি সচেতন ক্রেতাদের জন্য সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়েছে সিএনজি ভার্সনের মারুতি সুজুকি সুইফ্ট (Maruti Suzuki Swift CNG)। মারুতির এই জনপ্রিয় হ্যাচব্যাক গাড়ি লঞ্চের…

Swift-CNG-vs-Tiago-CNG

পরিবেশের প্রতি সচেতন ক্রেতাদের জন্য সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়েছে সিএনজি ভার্সনের মারুতি সুজুকি সুইফ্ট (Maruti Suzuki Swift CNG)। মারুতির এই জনপ্রিয় হ্যাচব্যাক গাড়ি লঞ্চের অনেক আগে থেকেই উক্ত সেগমেন্টে বাজার দাপিয়ে চলেছে টাটার জনপ্রিয় হ্যাচব্যাক সিএনজি মডেল Tata Tiago CNG। এখন প্রশ্ন, Swift CNG কি Tiago CNG-কে টক্কর দিতে পারবে? দুটির মধ্যে কোনটি বেশি ভালো? এই প্রতিবেদনে সেই তুলনামূলক আলোচনা তুলে ধরা হল।

Swift CNG vs Tiago CNG : ইঞ্জিন ও পারফরম্যান্স

   

নতুন মারুতি সুজুকি সুইফ্ট সিএনজি-তে রয়েছে একটি ১২০০ সিসি পেট্রোল ইঞ্জিন। যা থেকে ৮১ বিএইচপি শক্তি এবং ১১২ এনএম টর্ক পাওয়া যাবে। সিএনজি ভার্সনে ৫,৭০০ আরপিএম গতিতে ৬৯ বিএইচপি শক্তি এবং ২,৯০০ আরপিএম গতিতে ১০২ এনএম টর্ক উৎপন্ন হবে। এতে উপলব্ধ ৫-স্পিড গিয়ারবক্স।

অন্যদিকে টাটা টিয়াগো সিএনজি একটি ১২০০ সিসি রেভোট্রন পেট্রোল ইঞ্জিনে চলে। এর সঙ্গে রয়েছে iCNG প্রযুক্তি। পেট্রোল মোডে ৬,০০০ আরপিএম গতিতে ৮৫ বিএইচপি শক্তি এবং ৩,৩০০ আরপিএম গতিতে ১১৩ এনএম টর্ক উৎপন্ন হয়। যেখানে সিএনজি ভার্সনে পাওয়া যায় ৬,০০০ আরপিএম গতিতে ৭২ বিএইচপি শক্তি এবং ৩,৫০০ আরপিএম গতিতে ৯৫ এনএম টর্ক। ৫-স্পিড ম্যানুয়াল ও ৫-স্পিড এএমটি গিয়ারবক্স সহ এটি বেছে নেওয়া যায়।

Swift CNG vs Tiago CNG : মাইলেজ

দাবি করা হয়েছে, Swift CNG এক কেজি জ্বালানিতে ৩১ কিলোমিটার পথ চলতে পারবে। যেখানে Tiago CNG প্রতি কেজি জ্বালানিতে ২৬.৫ কিলোমিটার পথ চলতে সক্ষম। তাই মাইলেজের দিক থেকে প্রথমটি এগিয়ে।

Swift CNG vs Tiago CNG : সেফটি

Tata Tiago CNG গাড়ির সুরক্ষা বিচারকারী সংস্থা GNCAP-এর থেকে ৪-তারা মানপত্র পেয়েছে। এদিকে সুইফ্ট-এর ঝুলিতে রয়েছে ৩-স্টার সেফটি রেটিং। উভয় গাড়িতেই বর্তমান ডুয়েল এয়ারব্যাগ, EBD সহ ABS এবং রিয়ার পার্কিং সেন্সর। বাড়তি ফিচার হিসেবে টিয়াগো-তে রয়েছে স্টেবিলিটি কন্ট্রোল।

HF Dawn-কে অনুসরণ করে হিরো আনছে নয়া কমিউটার বাইক, কেমন হবে দেখুন

Swift CNG vs Tiago CNG : দাম

নতুন মারুতি সুজুকি সুইফ্ট সিএনজি-র (Swift CNG) দাম ৮.১৯ লক্ষ থেকে ৯.১৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। যেখানে Tiago CNG কিনতে খরচ পড়ে ৭.৩৯ লক্ষ থেকে ৮.৭৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)।