ভারতে সর্বাধিক বিক্রিত এই সুপারবাইকের দামে বিরাট বদল!

ভারতের অন্যতম জনপ্রিয় সুপারবাইক সুজুকি হায়াবুসা–র (Suzuki Hayabusa) দাম এক ধাক্কায় বেড়ে গিয়েছে ১.১৬ লক্ষ টাকা। সংস্থা জানিয়েছে, জিএসটি হারের পরিবর্তনের পর এই মূল্যবৃদ্ধি কার্যকর…

2025 Suzuki Hayabusa

ভারতের অন্যতম জনপ্রিয় সুপারবাইক সুজুকি হায়াবুসা–র (Suzuki Hayabusa) দাম এক ধাক্কায় বেড়ে গিয়েছে ১.১৬ লক্ষ টাকা। সংস্থা জানিয়েছে, জিএসটি হারের পরিবর্তনের পর এই মূল্যবৃদ্ধি কার্যকর করা হয়েছে। আগে এই বাইকের এক্স-শোরুম দাম ছিল প্রায় ১৭ লক্ষ টাকা, কিন্তু এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৮.০৬ লক্ষ টাকা। ফলে স্বভাবতই ক্রেতাদের চক্ষু চড়কগাছ হয়েছে।

Advertisements

জিএসটি বৃদ্ধির প্রভাব

ভারত সরকার সম্প্রতি ৩৫০ সিসির উপরের বাইকের জিএসটি হার ২৮ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করেছে। এর ফলে শুধু হায়াবুসা নয়, দেশের বাজারে বিক্রি হওয়া প্রায় সব বড় ইঞ্জিন ক্ষমতার বাইকের দামই বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবেই সুপারবাইক ক্রেতাদের এখন বাজেট আরও কিছুটা বাড়াতে হবে।

   

Suzuki Hayabusa: ভারতের সবচেয়ে জনপ্রিয় সুপারবাইক

সুজুকি হায়াবুসা শুধু একটি মোটরসাইকেল নয়, বরং এটি একটি ব্র্যান্ড। ভারতের সুপারবাইক বাজারে এটিই সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেল। এর স্টাইলিশ ডিজাইন, টপ-এন্ড পারফরম্যান্স এবং আরামদায়ক রাইডিং এক্সপেরিয়েন্স একে অন্যদের থেকে আলাদা করেছে। দীর্ঘদিন ধরেই হায়াবুসা বাইকপ্রেমীদের স্বপ্নের নাম।

বিক্রিতে সাময়িক প্রভাবের আশঙ্কা

মূল্য বৃদ্ধির কারণে স্বল্পমেয়াদে বিক্রিতে কিছুটা মন্দা দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। অনেক সম্ভাব্য ক্রেতা এই হঠাৎ দামের বৃদ্ধি দেখে সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়বেন। তবে হায়াবুসার বিপুল জনপ্রিয়তা এবং অনুরাগীদের একনিষ্ঠ ভালোবাসা ভবিষ্যতে বিক্রিকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হতে পারে।

হায়াবুসা শুধু বাইকারদের নয়, সাধারণ মানুষদের কাছেও একটি পরিচিত নাম। বলিউড থেকে ক্রিকেটার পর্যন্ত বহু তারকার সংগ্রহে রয়েছে এই বাইক। এর গতি, শক্তি এবং আগ্রাসী লুক অনেককেই মুগ্ধ করে। তাই দাম বাড়লেও এর ফ্যান ফলোয়িংয়ে কোনও ভাটা পড়বে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সুজুকি হায়াবুসার (Suzuki Hayabusa) দাম বৃদ্ধি সুপারবাইক প্রেমীদের জন্য হতাশার খবর হলেও, এর জনপ্রিয়তায় কোনও প্রভাব পড়বে না। সরকারের জিএসটি হার বৃদ্ধির কারণে দাম বাড়লেও, ভারতের বাজারে হায়াবুসার মতো আইকনিক বাইকের চাহিদা দীর্ঘমেয়াদে অটুট থাকবে বলেই আশা। দাম যতই বাড়ুক, বাইকপ্রেমীদের কাছে হায়াবুসা থেকে যাবে চিরকালীন স্বপ্নের নাম।