আরও বেশি আগ্রাসী রূপে হাজির Suzuki GSX-8R EVO, জানুন খুঁটিনাটি

Suzuki GSX-8R

জাপানের জনপ্রিয় মোটরসাইকেল নির্মাতা Suzuki তাদের মিড-ওয়েট স্পোর্টস সেগমেন্টে নতুন সংযোজন এনেছে। লঞ্চ হয়েছে Suzuki GSX-8R EVO, যা মূলত স্ট্যান্ডার্ড GSX-8R-এর আরও উন্নত ও ট্র্যাক-কেন্দ্রিক সংস্করণ। এই নতুন ভ্যারিয়েন্টটি তৈরি করা হয়েছে সেই রাইডারদের জন্য, যারা সাধারণ রাস্তায় নয়, বরং ট্র্যাকে আরও আক্রমণাত্মক ও নিখুঁত পারফরম্যান্স চান।

Advertisements

Suzuki GSX-8R EVO: শক্তিশালী ইঞ্জিন ও ট্র্যাক-ফোকাসড সেটআপ

GSX-8R EVO আগের মডেলের মতোই একই ৭৭৬ সিসি প্যারালেল-টুইন, লিকুইড-কুলড DOHC ইঞ্জিন ব্যবহার করেছে, যা উৎপন্ন করে ৮২ বিএইচপি পাওয়ার ও ৭৮ এনএম টর্ক। ইঞ্জিনের সঙ্গে থাকছে ছয়-গিয়ার ট্রান্সমিশন ও বাই-ডিরেকশনাল কুইকশিফটার, যা দ্রুত গিয়ার বদলে আরও মসৃণ রাইডিং এক্সপিরিয়েন্স দেয়। যদিও ইঞ্জিন মেকানিক্যাল দিক থেকে অপরিবর্তিত, EVO ভ্যারিয়েন্টের মূল উন্নতি হয়েছে এর ডিজাইন, রাইডিং ডাইনামিক্স ও প্রযুক্তিগত বৈশিষ্ট্যে।

   

নতুন ডিজাইন ও স্পোর্টি লুক

নতুন GSX-8R EVO বাইকটিতে বেশ কিছু চিত্তাকর্ষক কসমেটিক আপগ্রেড দেখা গেছে। বাইকে যুক্ত করা হয়েছে ফ্যাক্টরি-ফিটেড Akrapovic এক্সহস্ট, যা শুধু শব্দেই নয়, বাইকের ভিজ্যুয়াল আপিলেও নতুন মাত্রা এনেছে। রিয়ার অংশে মিলেছে রঙ-সামঞ্জস্যপূর্ণ সিঙ্গেল-সিট কাওল, যা পিলিয়ন সিটের জায়গা নিয়েছে, এবং ট্যাঙ্ক প্যাড সংযোজিত হয়েছে অতিরিক্ত প্রটেকশনের জন্য। এই পরিবর্তনগুলির ফলে বাইকটি এখন আরও ট্র্যাক-রেডি ও আক্রমণাত্মক ভঙ্গিতে হাজির।

এই নতুন ভ্যারিয়েন্টে যুক্ত হয়েছে Suzuki Intelligent Ride System, যা তিন স্তরের ট্র্যাকশন কন্ট্রোল, রাইড-বাই-ওয়্যার থ্রটল ও তিনটি আলাদা ইঞ্জিন ম্যাপ সিস্টেমের সঙ্গে আসে। প্রতিটি ম্যাপ আলাদা রাইডিং স্টাইলের জন্য টিউন করা হয়েছে। এছাড়া রয়েছে Low RPM Assist ফিচার, যা কম গতিতে চলার সময় ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া ঠেকায়। সমস্ত কন্ট্রোল অপশন দেখা যাবে ৫ ইঞ্চির TFT ডিসপ্লে স্ক্রিনে, যা আগের তুলনায় আরও আধুনিক ও স্পষ্ট।

Also Read: নবরাত্রি-দীপাবলিতে কীর্তি গড়ল Tata-র দুই জনপ্রিয় SUV, কী শুনবেন?

Advertisements

বাইকের স্টিল ফ্রেমের সঙ্গে যুক্ত হয়েছে Showa-এর সম্পূর্ণ অ্যাডজাস্টেবল ফর্ক ও রিয়ার মনোশক সাসপেনশন, যা রাইডিং স্ট্যাবিলিটি ও কর্নারিং পারফরম্যান্স বাড়িয়েছে। এতে ১৭ ইঞ্চি অ্যালয় হুইল রয়েছে এবং ফ্রন্টে ডুয়াল ডিস্ক ব্রেকের সঙ্গে নিশিন ক্যালিপার ব্যবহার করা হয়েছে। নিরাপত্তার জন্য যুক্ত রয়েছে ডুয়াল-চ্যানেল ABS সিস্টেম।

ভারতে আসবে কি GSX-8R EVO?

বর্তমানে Suzuki GSX-8R EVO শুধুমাত্র ইউরোপীয় বাজারের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং ভারতের বাজারে এর আসার সম্ভাবনা এখনই নেই। যদি কখনও এই মডেল ভারতে আসে, তাহলে সেটি সীমিত সংখ্যায় বিদেশ থেকে আমদানি করা হতে পারে, যেমন স্ট্যান্ডার্ড GSX-8R মডেলের ক্ষেত্রে হয়েছিল।

যাই হোক, GSX-8R EVO হচ্ছে সেই রাইডারদের জন্য এক নিখুঁত প্যাকেজ যারা পারফরম্যান্স, প্রযুক্তি ও স্টাইল—এই তিনটির মধ্যে সমন্বয় খুঁজছেন। ইউরোপের ট্র্যাকপ্রেমী বাইকারদের জন্য এটি নিঃসন্দেহে এক উত্তেজনাপূর্ণ সংযোজন।