পুজোয় দূষণ না ছড়িয়ে ঘুরুন! আসছে Suzuki e-Access, শীঘ্রই দাম ঘোষণা করবে সংস্থা

ভারতের দুই চাকার গাড়ির বাজারে আরও একটি বৈদ্যুতিক স্কুটারের আগমন ঘটতে চলেছে। জাপানি টু-হুইলার নির্মাতা সুজুকি (Suzuki) শিগগিরই তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার Suzuki e-Access-এর দাম…

Suzuki e-Access Price Revealed Soon

ভারতের দুই চাকার গাড়ির বাজারে আরও একটি বৈদ্যুতিক স্কুটারের আগমন ঘটতে চলেছে। জাপানি টু-হুইলার নির্মাতা সুজুকি (Suzuki) শিগগিরই তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার Suzuki e-Access-এর দাম ঘোষণা করতে চলেছে। সব ঠিকঠাক চললে আগামী মাসেই এই স্কুটারের মূল্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংস্থা।

প্রথমবার প্রদর্শিত হয়েছিল ভারত মোবিলিটি শো-তে

e-Access প্রথমবার সবার সামনে আসে ২০২৫ সালের ভারত মোবিলিটি শো-তে। এটি Suzuki-র ভারতের বাজারে প্রথম বৈদ্যুতিক টু-হুইলার, যা জাপান ও ভারত উভয় দেশেই উন্নত করা হয়েছে। যদিও এখনও এটি Suzuki-র শোরুমে পৌঁছায়নি। উল্লেখযোগ্যভাবে, প্রায় তিন মাস আগে বেঙ্গালুরুতে এই স্কুটারটির টেস্ট রাইড হয়েছে এবং তার রিভিউ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।

   

Suzuki e-Access: ব্যাটারি ও রেঞ্জ

Suzuki e-Access-এ থাকছে একটি ৩.০৭ কিলোওয়াট আওয়ারের LFP ব্যাটারি। সংস্থার দাবি অনুযায়ী, এটি IDC সাইকেলে ৯৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। চার্জিং সময়ের দিক থেকে স্কুটারটির ব্যাটারি শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় নেয় প্রায় ৪ ঘণ্টা ৩০ মিনিট। ফলে দৈনন্দিন শহুরে যাতায়াতের জন্য এটি যথেষ্ট কার্যকর হতে চলেছে।

পারফরম্যান্স ও টপ স্পিড

এই স্কুটারে একটি সুইংআর্ম-মাউন্টেড ৪.১ কিলোওয়াট মোটর ব্যবহার করা হয়েছে, যা সর্বোচ্চ ৭১ কিমি/ঘণ্টা গতিবেগে পৌঁছাতে সক্ষম। শহরের ট্রাফিকের মধ্যে চলাচল কিংবা স্বল্প দূরত্বের ভ্রমণে এটি কার্যকর একটি বিকল্প হিসেবে জায়গা করে নিতে পারে।

Advertisements

ভারতের ইলেকট্রিক টু-হুইলার সেগমেন্টে e-Access নামার পর এটি প্রতিদ্বন্দ্বিতা করবে ইতিমধ্যেই জনপ্রিয় কিছু মডেলের সঙ্গে। এর মধ্যে রয়েছে TVS iQube, Honda Activa e এবং Ather Rizta। বাজারে এই প্রতিযোগিতা e-Access-কে দামের দিক থেকে ও ফিচারের ক্ষেত্রে আরও আকর্ষণীয় করে তুলতে পারে।

Suzuki e-Access ভারতের ইলেকট্রিক স্কুটার বাজারে নতুন মাত্রা যোগ করতে চলেছে। যথেষ্ট রেঞ্জ, ব্যালান্সড চার্জিং টাইম ও কার্যকর টপ স্পিডের কারণে এটি বাজেট-সেগমেন্টের ক্রেতাদের আকর্ষণ করতে পারে। দাম ঘোষণার পরেই বোঝা যাবে এই নতুন স্কুটারটি বাজারে কতটা প্রভাব ফেলতে পারে।