HomeBusinessAutomobile Newsআগামী বছরেই বাজারে আসছে Suzuki Burgman, জানুন বিস্তারিত

আগামী বছরেই বাজারে আসছে Suzuki Burgman, জানুন বিস্তারিত

- Advertisement -

বর্তমানে যানবাহনের সাথে পাল্লা দিয়ে বেড়েছে দূষণ। দেশের একাধিক শহরে দূষণের মাত্রা এতটাই যে ফুসফুসে সংক্রমণ বাড়ছে তীব্র। আর সেই কারণেই দেশে বায়ু দূষণ নিয়ন্ত্রণে তৎপর হয়েছে কেন্দ্র।

অন্যদিকে ডিজেল চালিত সমস্ত রেল ইঞ্জিনের বদলে বৈদ্যুতিক ইঞ্জিন নিয়ে এসেছে ভারতীয় রেল। পাশাপাশি দেশের বিভিন্ন গাড়ি প্রস্তুতকারী সংস্থা জোর দিয়েছে বিদ্যুৎ চালিত গাড়ি নির্মাণের উপর। বর্তমানে ভারতের রাস্তায় দেখা মেলে বিভিন্ন কোম্পানি নির্মিত বৈদ্যুতিক স্কুটার এবং চার চাকা গাড়ির। আর এবার সেই দৌড়ে সামিল হল জনপ্রিয় গাড়ি নির্মাণকারী সংস্থা Suzuki।

   

ভারতীয় গাড়ির মার্কেটে যে সমস্ত গাড়ি রয়েছে তাদের মধ্যে অন্যতম ব্র্যান্ড হলো সুজুকি। যারা দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত গাড়ি নিয়ে আসছে। আর এবার সেই তালিকায় সামিল হলো তাঁদের নতুন ব্যাটারি চালিত স্কুটি। সংস্থা সূত্রে খবর, আগামী বছরের মধ্যেই এই স্কুটি দেখা যাবে ভারতীয় রাস্তায়।

শুধু তাই নয়, যার মধ্যে থাকবে অত্যাধুনিক ফিচার। সংস্থার পক্ষ থেকে আরও জানা গিয়েছে, তাদের এই নতুন স্কুটির নাম হবে Suzuki Burgman। যদিও এখনো পর্যন্ত সংস্থা পক্ষ থেকে তাদের নতুন স্কুটির দাম সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

#SuzukiBurgman #Release #UpcomingModel #Market #Details

- Advertisement -
online desk
online desk
Get Bengali news updates, Bengali News Headlines , Latest Bangla Khabar, Bengali News from Kolkata
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular