ভারতে লঞ্চ হল Skoda-র দুর্ধর্ষ দুই গাড়ি, ডিজাইন দেখলে চোখ ফেরানো দায়

ভারতে গতকাল লঞ্চ হয়েছে Skoda Slavia Monte Carlo। আর আজ  ক্রেতাদের উপহার দিতে আরও দুটি গাড়ির নতুন ভ্যারিয়েন্ট বাজারে আনল চেক প্রজাতন্ত্রের সংস্থা স্কোডা (Skoda)।…

Skoda-Kushaq-and-Slavia-Spo

ভারতে গতকাল লঞ্চ হয়েছে Skoda Slavia Monte Carlo। আর আজ  ক্রেতাদের উপহার দিতে আরও দুটি গাড়ির নতুন ভ্যারিয়েন্ট বাজারে আনল চেক প্রজাতন্ত্রের সংস্থা স্কোডা (Skoda)। আজ ভারতের বাজারে একসঙ্গে দুটি গাড়ি লঞ্চ করেছে। এগুলি হল – Skoda Slavia Sportline এবং Kushaq Sportline ভ্যারিয়েন্ট। গাড়ি দুটির এই নয়া ট্রিমগুলি Monte Carlo ভ্যারিয়েন্টের নীচে স্থান পেয়েছে। এগুলির দাম ঘোষণা করেনি সংস্থা।

Skoda Slavia ও Kushaq Sportline দু’ধরণের ইঞ্জিন অপশনে এসেছে। যথা – ১.০ লিটার টার্বো পেট্রোল ও ১.৫ লিটার টার্বো পেট্রোল। প্রথমটি ৬-স্পিড ম্যানুয়াল ও ৬-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশন সহ বেছে নেওয়া যাবে। অন্যদিকে দ্বিতীয় মডেলটি ৭-স্পিড ডুয়েল-ক্লাচ গিয়ারবক্স সহ উপলব্ধ। 

   

Skoda Slavia ও Kushaq Sportline : ইন্টেরিয়র

স্পোর্টলাইন ভ্যারিয়েন্টগুলিতে সিঙ্গেল-পেন ইলেকট্রিক সানরুফ, মেটালিক ফুট প্যাডেল, কানেক্টিভিটি ডঙ্গল, রেইন-সেন্সিং ওয়াইপার এবং একটি অটো-ডিমিং ইন্টারনাল রিয়ার-ভিউ মিরর অফার করা হয়েছে। Kushaq ও Slavia-র এই নয়া ভ্যারিয়েন্টে সেফটি ফিচার্স হিসেবে দেওয়া হয়েছে, ছয়টি এয়ারব্যাগ। আবার প্রাপ্তবয়স্ক এবং শিশুদের জন্য দেওয়া রয়েছে ৫-স্টার সেফটি রেটিং।

Skoda Slavia ও Kushaq Sportline : ইঞ্জিন

Skoda Slavia এবং Kushaq Sportline, উভয়ই 1.0-লিটার টার্বো পেট্রোল এবং 1.5-লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন সহ এসেছে। প্রথমটি একটি ৬-স্পিড ম্যানুয়াল ও ৬-স্পিড অটোমেটিক টর্ক কনভার্টার সহ বেছে নেওয়া যাবে। এর আউটপুট ১১৪ বিএইচপি এবং ১৭৮ এনএম টর্ক। দ্বিতীয়টি থেকে উৎপন্ন হবে ১৪৭ বিএইচপি এবং ২৫০ এনএম টর্ক। শুধুমাত্র ৭-স্পিড ডুয়েল-ক্লাচ গিয়ারবক্স সহ কেনা যাবে গাড়িটি।