সেপ্টেম্বরে আসছে ধামাকা! ছয়-ছয়টি নতুন SUV লঞ্চ হচ্ছে ভারতে

উৎসবের মরসুম মানেই ভারতের গাড়ির বাজারে নতুন মডেল আসার পালা। সেপ্টেম্বর মাসে সেই ধারা বজায় রেখে একসঙ্গে ছয়টি নতুন SUV (Upcoming Cars) লঞ্চ হতে চলেছে।…

Six New Upcoming Cars in India This September

উৎসবের মরসুম মানেই ভারতের গাড়ির বাজারে নতুন মডেল আসার পালা। সেপ্টেম্বর মাসে সেই ধারা বজায় রেখে একসঙ্গে ছয়টি নতুন SUV (Upcoming Cars) লঞ্চ হতে চলেছে। সেই তালিকায় থাকবে একেবারে নতুন নাম, ফেসলিফট মডেল, এমনকি ভারতের রাস্তায় প্রথমবার নামতে চলেছে এক বিদেশি ব্র্যান্ডও। চলুন দেখে নেওয়া যাক পুজোর মাসে ভারতে কোন কোন গাড়ি আসতে চলেছে।

Maruti Suzuki New SUV

মারুতি সুজুকি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই লঞ্চ করতে চলেছে তাদের একেবারে নতুন SUV (Upcoming Cars)। এটি হবে ব্র্যান্ডের দ্বিতীয় কমপ্যাক্ট SUV, গ্র্যান্ড ভিটারার পর। ব্রেজ্জার উপরে পজিশনড এই গাড়িটি গ্র্যান্ড ভিটারার মতোই ড্রাইভট্রেইন অপশন পেতে পারে। সবচেয়ে বড় চমক হতে পারে ADAS ফিচার, যা মারুতি-র জন্য প্রথমবারের মতো দেখা যাবে। গাড়িটি আসছে ৩রা সেপ্টেম্বর।

   

অ্যাডভেঞ্চার বাইকের দামে বদল আনল বেনেলি, বিক্রিতে প্রভাব কতটা?

Mahindra Thar 3-door facelift

প্রথম লঞ্চের পাঁচ বছর পর, সেপ্টেম্বরেই বাজারে আসছে থার 3-ডোরের বড় ফেসলিফট। থার রক্স-এ দেখা নতুন ফিচারগুলো যেমন সানরুফ, ওয়্যারলেস চার্জিং এবং বড় টাচস্ক্রিন এবার যোগ হতে পারে থার 3-ডোরে। ডিজাইনে বেশ কিছু পরিবর্তন আসবে, তবে ইঞ্জিন অপশন একই থাকবে বলে আশা করা হচ্ছে।

Vinfast VF6 and VF7

ভিয়েতনামের ইলেকট্রিক গাড়ি নির্মাতা Vinfast অবশেষে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পা রাখছে ভারতীয় বাজারে। একেবারে শুরুতেই তারা আনছে দুইটি মিড-সাইজ SUV— VF6 এবং VF7। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে শোরুম খুলেছে কোম্পানি এবং তামিলনাড়ুতে তাদের কারখানায় প্রোডাকশনও শুরু হয়ে গেছে। প্রি-বুকিং শুরু হয়েছিল জুলাই ১৫ তারিখ থেকে।

Advertisements

Volvo EX30

সুইডিশ কার নির্মাতা ভলভো সেপ্টেম্বরের শেষে লঞ্চ করবে তাদের নতুন ইলেকট্রিক SUV, EX30। এটি হবে ব্র্যান্ডের এন্ট্রি-লেভেল ইভি, যা 69kWh ব্যাটারি প্যাকের সাথে আসছে এবং দাবি করা হচ্ছে এক চার্জে প্রায় 475 কিলোমিটার রেঞ্জ দেবে। EX40 এবং EC40-এর পর এটি হবে ভলভোর তৃতীয় ইলেকট্রিক SUV।

Citroen Basalt X

ফরাসি ব্র্যান্ড সিট্রোএন মাত্র এক বছরের মধ্যেই বাজারে আনছে Basalt X নামে বাসাল্টের আপডেটেড সংস্করণ। নতুন মডেলে মিলবে উন্নত ইন্টেরিয়র, নতুন আপহোলস্ট্রি, পুশ-বাটন স্টার্ট এবং 360-ডিগ্রি ক্যামেরা। এর বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

সেপ্টেম্বর মাস নিঃসন্দেহে গাড়ি প্রেমীদের জন্য জমজমাট হতে চলেছে। মারুতি থেকে শুরু করে ভলভো এবং নতুন ব্র্যান্ড ভিনফাস্ট—সবাই তাদের নতুন SUV (Upcoming Cars) নিয়ে হাজির হতে চলেছে ভারতীয় রাস্তায়। ফলে এই উৎসবের মরসুমে ক্রেতাদের সামনে থাকবে একাধিক আকর্ষণীয় বিকল্প।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News