এই এসইউভি কিনলেই 60,000 টাকা সাশ্রয় করার সুযোগ, কিয়া দিচ্ছে ফাটাফাটি অফার

ভারতে এসইউভি গাড়ির বাজার দিনদিন ফুলেফেঁপে উঠছে। তীব্র গতিতে বাড়িছে এর চাহিদা। ক্রেতাদের এই উন্মাদনার আগুনে ঘৃতাহুতি দিতে এবার সিংবাদ শিরোনামে উঠে এল কিয়া’র (Kia)…

Kia Seltos price hike

ভারতে এসইউভি গাড়ির বাজার দিনদিন ফুলেফেঁপে উঠছে। তীব্র গতিতে বাড়িছে এর চাহিদা। ক্রেতাদের এই উন্মাদনার আগুনে ঘৃতাহুতি দিতে এবার সিংবাদ শিরোনামে উঠে এল কিয়া’র (Kia) নাম। দক্ষিণ কোরিয়ার এই সংস্থা তাদের অতি জনপ্রিয় এসইউভি মডেল সেলটস-এ (Seltos) আকর্ষণীয় অফার দেওয়ার কথা ঘোষণা করেছে। কিয়া সেলটস (Kia Seltos) কিনলে বর্তমানে ৬০,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করার সুযোগ দিচ্ছে কোম্পানি। উল্লেখ্য, ভারতে এই গাড়ির ৫ বছর উদযাপন উপলক্ষ্যে এই ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। 

Kia Seltos: ভ্যারিয়েন্ট

   

কিয়া সেলটস ভারতে তিনটি ট্রিমে উপলব্ধ। যথা – Tech Line, GT Line ও X Line। আবার ১০টি ভ্যারিয়েন্টে অফার করা হয় গাড়িটি। এগুলি হল – HTE, HTK, HTK+, HTX, HTX+, GTX, GTX+ (S), GTX+, X-Line (S) এবং X-Line।

Kia Seltos: ইঞ্জিন ও ট্রান্সমিশন

প্রসঙ্গত, ২০২২৩ এ কিয়া তাদের সেলটস-এ উপলব্ধ ১.৪ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন বদলে ১.৫ লিটার টার্বো পেট্রোল মোটর আপডেট দিয়েছিল। এই নয়া পাওয়ারট্রেন থেকে সর্বোচ্চ ১৫৮ বিএইচপি শক্তি এবং ২৫৩ এনএম টর্ক উৎপন্ন হয়। এটি ৬-স্পিড আইএমটি ও ৭-স্পিড ডিসিটি ট্রান্সমিশন বিকল্পে বেছে নেওয়া যায়। 

অন্যদিকে, ১.৫ লিটার ডিজেল ও ১.৫ লিটার ন্যাচেরালি অ্যাস্পিরেটেড ইঞ্জিন অপশনেও কেনা যায় গাড়িটি। উভয় ইঞ্জিন থেকে সর্বাধিক ১১৫ বিএইচপি শক্তি পাওয়া যায়। ডিজেল ভ্যারিয়েন্টেরে আউটপুট ২৫০ এনএম টর্ক এবং এতে ৬-স্পিড আইএমটি ও ৬-স্পিড টর্ক কনভার্টার উপলব্ধ। আবার ন্যাচেরালি অ্যাস্পিরেটেড মোটরটি থেকে ১৪৪ এনএম টর্ক উৎপাদিত হয়। এতে রয়েছে ৬-স্পিড ম্যানুয়াল এবং আইভিটি অটোমেটিক ট্রান্সমিশন।

অগস্টের শেষে Honda Activa-তে লোভনীয় ছাড়, হাতছাড়া হলে পস্তাবেন

Kia Seltos: দাম

জানিয়ে রাখি, সেলটস (Kia Seltos) মডেলের হাত ধরে ভারতের বাজারে গাড়ির ব্যবসা শুরু করেছিল কিয়া। বর্তমানে এটিই সংস্থার বেস্ট-সেলিং মডেল। এখন এই গাড়িটি কিনতে খরচ পড়ে ১০.৯০ লক্ষ টাকা থেকে ২০.৩৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ডিসকাউন্ট সহ গাড়িটি কেনার ইচ্ছে থাকলে দেরি না করাই যুক্তিযুক্ত।

উল্লেখ্য, কিয়ার এই ডিসকাউন্টের সত্যতা যাচাই করিনি আমরা। অঞ্চল ও ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের পরিমাণ ভিন্ন হতে পারে। তাই নিকটবর্তী শোরুম থেকে গাড়িটি কেনার আগে অফারের প্রসঙ্গে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের পক্ষ থেকে।